Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chattopadhyay: অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তরা

Srabanti Chattopadhyay: অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তরা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jan 27, 2024 | 8:59 PM

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শুরু হল ‘ম্যাগনাম ওপাস’ দেবী চৌধুরানীর শুটিং। ওই ছবিতেই নাম ভূমিকায় নায়িকা। পরিচালক TV9 বাংলাকে জানান, উত্তর কলকাতায় এই মুহূর্তে চলছে শুটিং। রাজ্য ও দেশের নানা জায়গায় শুট হবে এই হাই বাজেট ছবির।

মা হবেন ইয়ামি গৌতম?
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম নাকি অন্তঃসত্ত্বা। তিনি নাকি মা হতে চলেছেন। এমন খবর রটেছে এক অনুষ্ঠানে ইয়ামির উপস্থিতির পর। সেখানে নাকি একটি ঢিলেঢালা গোলাপি সাবেকি পোশাক পরে এসেছিলেন ইয়ামি। বারবার দোপাট্টা দিয়ে ঢাকছিলেন তাঁর পেট। তাতেই সকলের মনে হয়েছে, ইয়ামি অন্তঃসত্ত্বা।

হতাশ দর্শক
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিলেন যে, ওটিটি প্ল্য়াটফর্মে তাঁর ‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তি পেলে, তাতে থাকবে না বড়পর্দায় ডিলিট হওয়া কোন দৃশ্য। কিন্তু ২৬ জানুয়ারি ওটিটিতে ‘অ্যানিম্যাল’ মুক্তির পর জানা গেল সেই দৃশ্যগুলো আর নেই। হতাশ দর্শক রেগে গিয়ে একের পর এক টুইট করেছেন তাঁদের এক্স হ্যান্ডেলে।

হলিউডে শোভিতা
তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় অভিনেতা নাগা চৈতন্যর। অভিনেত্রী শোভিতা ধুলিপালা এবার পাড়ি দেবেন হলিউডে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’খ্যাত নায়ক দেব প্যাটেলের প্রথম নির্দেশিত ছবি ‘মাঙ্কিম্যান’-এ কাজ করেছেন তিনি। তাতে রয়েছেন অনুপম খেরের পুত্র সিকন্দর খের, মকরন্দ দেশপান্ডের মতো তারকারাও।

বৌমা পেলেন ভারতী!
২০২২ সালে মা হয়েছিলেন কমেডিয়ান ভারতী সিং। ছেলে গোলা-র বয়স এখনও দুইও হয়নি। এরই মধ্যে বৌমা খুঁজে পেয়ে গেলেন তিনি! এক রিয়ালিটি শো’র মঞ্চে একজন প্রতিযোগীকে দেখে এতটাই পছন্দ হয়ে গেল ভারতীর যে, বলেই ফেললেন, “বাড়িতে একটা গোলা আছে। আর এই আমার গোলি। একে আমি বাড়িতে নিয়ে যাব।” ও দিকে শো-র বিচারক মাধুরী দীক্ষিতের টিপ্পনি, “ভারতী বৌমা পেয়ে গিয়েছে।”

কাকে পদ্মভূষণ উৎসর্গ করলেন মিঠুন?
সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সম্মান তিনি উৎসর্গ করেছেন তাঁর সকল শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের। প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাকে তাঁর অবদানে সমৃদ্ধ করেছেন মিঠুন। পদ্মভূষণ পেয়ে তিনি আবেগাপ্লুত।

পিতৃহারা অরুণিমা
নতুন বছরের শুরুতেই খারাপ খবর। গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্রের দিন পিতৃহারা হলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণিমার বাবা। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া।

শ্রাবন্তীর নতুন অধ্যায়
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শুরু হল ‘ম্যাগনাম ওপাস’ দেবী চৌধুরানীর শুটিং। ওই ছবিতেই নাম ভূমিকায় নায়িকা। পরিচালক TV9 বাংলাকে জানান, উত্তর কলকাতায় এই মুহূর্তে চলছে শুটিং। রাজ্য ও দেশের নানা জায়গায় শুট হবে এই হাই বাজেট ছবির।

সম্পর্কে চিড়?
বিগত বেশ কিছু দিন ধরেই সহ-অভিনেতা দেবত্তম মজুমদারের সঙ্গে আদুরে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়কে। রিয়েল লাইফে তিনি অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী! তাই ইপ্সিতা-দেবোত্তমের ঘনিষ্ঠ ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, “তবে কি সম্পর্কে চিড়”? না, এ সব একেবারেই নয়। ধারাবাহিক ‘জল থই থই ভালবাসায়’ দেবোত্তম ও ইপ্সিতা জুটি বেঁধেছেন। তারই প্রচারে এসব পোস্ট।

আইব্রো করেন না তৃণা সাহা
TV9 বাংলার কাছে নিজের সৌন্দর্যের সিক্রেট শেয়ার করেছেন তৃণা সাহা। তিনি নাকি আইব্রো, আপার লিপ কিছুই করেন না বিগত দু’বছর। ওয়্যাক্সিং করেন তিন মাস অন্তর। সৌন্দর্যের জন্য নিয়মিত ত্বকের চর্চা করেন তৃণা। রাতে শুতে যাওয়ার আগে মেকআপ তুলতে একদমই ভোলেন না। রোজ ৩ লিটার জল খেতেও ভোলেন না তিনি।

Published on: Jan 27, 2024 08:56 PM