AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lopamudra Mitra: কীসের যন্ত্রণা সহ্য করতে হয় গায়িকা লোপামুদ্রাকে?

Lopamudra Mitra: কীসের যন্ত্রণা সহ্য করতে হয় গায়িকা লোপামুদ্রাকে?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 12, 2024 | 8:35 PM

Share

Lopamudra Mitra: প্রেমে যন্ত্রণা ভোগ করেছিলেন গায়িকা লোপামুদ্রা মিত্র। বলেছেন, "১৮ বছর বয়সে প্রেম করে যন্ত্রণা পেয়েছেন অনেকেই। কিন্তু আমি প্রেমে দাগা খেয়েছিলাম ৩৮ বছর বয়সে এসে। প্রেম টেকেনি। আমার সঙ্গে প্রেম টেকা খুবই শক্ত।" তারপর বলেছিলেন, "আমি ঠিক প্রেম করার মতো মানুষ নই।" মঞ্চে গান গাইতে-গাইতে প্রেম ভাঙার যন্ত্রণার কথা সম্প্রতি ব্যক্ত করেছেন লোপামুদ্রা। ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বিবাহ বন্ধনে আবদ্ধ রাধিকা-অনন্ত
প্রথমে জামনগর, ও পরে ইউরোপে দু দুটো প্রি ওয়েডিং। তারপর জুলাই মাসের শুরু থেকে একটানা চলতে থাকা নানা অনুষ্ঠান। আর শেষে ১২ জুলাই শুক্রবারই চার হাত এক। দেশ বিদেশ থেকে বিভিন্ন অতিথিদের সমাগমে এদিন সকাল থেকেই মুম্বই শহর সরগরম। বেলা বাড়তেই শুরু হয় আনন্দ অনুষ্ঠান। আর এখন রাতভর সেলিব্রেশন।

বিয়ের এলাহি মেনু
আম্বানিদের বিয়ের রাজকীয় আয়োজনের মতো, বিয়ের খাবারও যাতে কেউ কখনও ভুলতে না পারে, তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর মুকেশ আম্বানি। ভারত সহ বিভিন্ন দেশ থেকে ২৫০০-রও বেশি খাবার থাকছে। নীতা আম্বানির আয়োজনে থাকছে কাশীর বিভিন্ন ধরনের চাট। থাকছে স্ট্রিট ফুড, যার মধ্যে পানি পুরি, দহি ভাল্লা, ভল্লা পাপড়ি, মিক্স চাট, দহি পুরি, চুরা মটর, পাপড়ি চাট, সিঙ্গাড়া, গুলাব জামুন, টিক্কি আর ছানা কচুরি।

হৃত্বিকের মাকে দেখে মোহিত নেটপাড়া
হৃত্বিক রোশনকে বলা হয় বলিউডের গ্রিক গড। তবে এবার খবরে তিনি নন, সম্প্রতি তাঁর মা পিঙ্কি রোশনের ফটো হয়েছে ভাইরাল। পুত্রের সঙ্গে জিমে এক্সারসাইজ় করতে দেখা যায় তাঁকে। তারকার মাকে দেখে মোহিত নেটপাড়ার একটা বড় অংশ। নেট নাগরিকদের মত, “হৃত্বিকের চেয়েও ফিট তাঁর মা।”

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার
করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। এটাই প্রথমবার নয়, এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। ২০২১ সালের এপ্রিল মাসে প্রথম কোভিড হয়েছিল তাঁর। হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল অক্ষয়কে। ২০২২ সালেও করোনা হয় তাঁর। ফের অক্ষয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। জানা গিয়েছে, সেই কারণেই আম্বানিদের বিয়েতে যেতে পারবেন না অক্ষয়।

বড় সিদ্ধান্ত সোনাক্ষীর
বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, বড় ছবিতে দুটো গান ও চারটে দৃশ্যের জন্য থাকতে চান না। বরং তিনি বড় চরিত্র, ভাল চরিত্রে কাজ করতে চান। অন্যস্বাদের ছবিই তাই এখন সোনাক্ষীর লক্ষ্য।

কোথায় আরাধ্যা-ঐশ্বর্য?
মা ও দিদির সঙ্গে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিলেন অভিষেক বচ্চন। তবে সঙ্গে থাকলেন না ঐশ্বর্য রাই বচ্চন কিংবা মেয়ে আরাধ্যা। ছবি সামনে আসতেই আরও একবার উস্কের গেল জুটির বিচ্ছেদের জল্পনা। যদিও এদিন মায়ের সঙ্গে খুব একটা কথা বলতে দেখা গেল না জুনিয়ার বচ্চনকে। আলাদা গাড়িতেই উঠে রওনা দিলেন তাঁরা।

রূপঙ্করের সুরেলা সন্ধ্যা
আগামী শনিবারের সন্ধ্যা হতে চলেছে রূপঙ্করময়। কেবল নিজের গান নয়, রূপঙ্কর বাগচী গাইবেন অন্যের গানও। তালিকায় এমন গানও থাকবে, যা আগে কোনওদিনও গাননি কোনও অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে কবিতা পাঠও। তবে নিজের লেখা কবিতা পাঠ করবেন না গায়ক।

আপ্লুত বিক্রম
‘সূর্য’ ছবিতে অভিনয়ের জন্য অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে সোশাল মিডিয়ায় আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আর মাধবন। তা দেখে আপ্লুত বিক্রম। তিনি মনের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন টিভি নাইন বাংলা ডিজিটালকে। বলেছেন, “আর মাধবন সবসময়ই আমাদের প্রিয় অভিনেতা। তাঁর ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ আমাদের খুবই প্রিয়। তাঁর থেকে শুভেচ্ছা পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।”

লোপামুদ্রার দুঃখ
প্রেমে যন্ত্রণা ভোগ করেছিলেন গায়িকা লোপামুদ্রা মিত্র। বলেছেন, “১৮ বছর বয়সে প্রেম করে যন্ত্রণা পেয়েছেন অনেকেই। কিন্তু আমি প্রেমে দাগা খেয়েছিলাম ৩৮ বছর বয়সে এসে। প্রেম টেকেনি। আমার সঙ্গে প্রেম টেকা খুবই শক্ত।” তারপর বলেছিলেন, “আমি ঠিক প্রেম করার মতো মানুষ নই।” মঞ্চে গান গাইতে-গাইতে প্রেম ভাঙার যন্ত্রণার কথা সম্প্রতি ব্যক্ত করেছেন লোপামুদ্রা। ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।