Daspur Protest News: বেহাল রাস্তার হাল ফেরাতে পথ অবরোধ টোটো চালকদের

রাস্তার হাল ফেরাতে এর আগেও এই সড়কে পথ অবরোধ হয়,প্রশাসনের আশ্বাস মিলেছিল ১ মাসের মধ্যে রাস্তার হাল ফিরবে। কথা রাখেনি প্রশাসন অভিযোগ টোটো চালকদের। রাস্তার হাল ফেরাতে আবারও একই ভাবে পথে নেমে অবরোধ। আজ মঙ্গলবারের বিকেল থেকে রাত প্রর্যন্ত চলে এই পথ অবরোধ। টোটো চালকদের এই পথ অবরোধকে  সমর্থন করে রাস্তায় নামতে দেখা যায় নিত্য যাত্রীদেরকেও

Daspur Protest News: বেহাল রাস্তার হাল ফেরাতে পথ অবরোধ টোটো চালকদের
| Edited By: | Updated on: May 31, 2023 | 7:45 PM

ভালো সাইন বোর্ড নয়,ভালো রাস্তা চাই। অভিষেক যে পথে এলেন দাসপুরের চেঁচুয়ায়, সেই চেঁচুয়ার শহীদ বেদী থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেহাল রাস্তার হাল ফেরাতে পথ অবরোধে টোটো চালক দের। পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুরের আশপাশের ৮ থেকে ১০ টি গ্রামের বাসিন্দা থেকে স্কুল পড়ুয়া নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা বেহাল অবস্থায়। প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার গৌরা থেকে তেমুহানি প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা, নিত্যদিন লেগেই আছে দুর্ঘটনা,পিচের পরত উঠে রাস্তা জুড়ে বড়ো বড়ো গর্ত। রাস্তার হাল ফেরাতে এর আগেও এই সড়কে পথ অবরোধ হয়,প্রশাসনের আশ্বাস মিলেছিল ১ মাসের মধ্যে রাস্তার হাল ফিরবে। কথা রাখেনি প্রশাসন অভিযোগ টোটো চালকদের। রাস্তার হাল ফেরাতে আবারও একই ভাবে পথে নেমে অবরোধ। আজ মঙ্গলবারের বিকেল থেকে রাত প্রর্যন্ত চলে এই পথ অবরোধ। টোটো চালকদের এই পথ অবরোধকে  সমর্থন করে রাস্তায় নামতে দেখা যায় নিত্য যাত্রীদেরকেও। উল্লেখ্য ২৯ মে সোমবার বিকেলে চেঁচুয়ার শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে পথে অভিষেক যাত্রা করেন সে পথ একেবারে যুদ্ধকালীন তৎপরতার সাথে ঝাঁ চকচকে করে দেওয়া হয়। কিন্তু অপর দিকের প্রায় ২ কিলোমিটার রাস্তার হাল না ফেরায় এবার ক্ষোভ চরমে। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি স্পষ্ট জানান গৌরা তেমুহানির ওই সড়ক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে রাস্তার বিষয়টি জানানো হয়েছে। রাস্তাটির রক্ষনাবেক্ষণে দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে। অপরদিকে রাস্তা না মেরামত হওয়ায় তীব্র ক্ষোভেফাঁসছে এলাকার মানুষজন।

Follow Us: