Maruti Suzuki News: বিশ্বের সেরা গাড়ির বাজারে কোথায় মারুতি?
দুনিয়ায় প্রতি মিনিটে ১০৬টি করে গাড়ি বিক্রি হয়। অতিমারির আগে প্রতিদিন গড়ে ১,৫২,৯৭১টি গাড়ি তৈরি করত গাড়ি প্রস্তুতকারকরা । দুনিয়ার সেরা জনপ্রিয় গাড়ি কোম্পানির তালিকার শীর্ষে আছে জাপানের টয়োটা। কোথায় মারুতি?
দুনিয়ায় প্রতি মিনিটে ১০৬টি করে গাড়ি বিক্রি হয়। অতিমারির আগে প্রতিদিন গড়ে ১,৫২,৯৭১টি গাড়ি তৈরি করত গাড়ি প্রস্তুতকারকরা । দুনিয়ার সেরা জনপ্রিয় গাড়ি কোম্পানির তালিকার শীর্ষে আছে জাপানের টয়োটা । ২০২০, ২১ ও ২২এ তারা বিশ্বের এক নম্বর সংস্থার খেতাব ধরে রেখেছে । ২০২২ পর্যন্ত টয়োটা বিক্রি করেছে ৯,৫৬৬,৯৬১ টি গাড়ি। বিশ্বের প্রথম ১০ গাড়ি কোম্পানি তালিকার দ্বিতীয় স্থানে আছে ভোক্সওয়াগেন। ২০২২এ তারা বিক্রি করেছে ৮,২৬৩,১০৪টি গাড়ি। টানা তিন বছর তারাও আছে দ্বিতীয় স্থানে। জনপ্রিয় গাড়ির তালিকার তৃতীয় স্থানে আছে হুন্ডাই ও কিয়া । চতুর্থ স্থানে আছে স্টেলান্টিস আর পঞ্চম স্থানে জেনারেল মোটরস। ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি আছে ১৩তম স্থানে । ইলেকাট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং চিনের গিলির থেকে এগিয়ে মারুতি। বিশ্বের শীর্ষ ১৫ অটোমোবাইল কোম্পানির তালিকা। টয়োটা, ভোক্সওয়াগেন, হুন্ডাই ও কিয়া, স্টেলান্টিস, জেনারেল মোটরস, ফোর্ড, হণ্ডা, নিসান। বিএমডব্লু, চ্যানগান, রেনল্ট, মার্সিডিজ, মারুতি সুজুকি, গিলি, টেসলা।