Bankura Tree Scam: কথা ছিল একটি গাছ কাটার, সেই সুযোগে…
সরকারী ভাবে একটি গাছ কাটার অনুমতিপত্রকে হাতিয়ার করে রাস্তার ধারের কয়েকশো বছরের একাধিক গাছ কেটে পাচার করার তাল করেছিল বরাত পাওয়া ঠিকাদার। এলাকার মানুষের উদ্যোগে ও বন দফতরের তৎপরতায় সেই গাছ পাচার আটকানো সম্ভব হল। ঘটনা বাঁকুড়ার মেজিয়ার বাগানগোড়া এলাকায়।
সরকারী ভাবে একটি গাছ কাটার অনুমতিপত্রকে হাতিয়ার করে রাস্তার ধারের কয়েকশো বছরের একাধিক গাছ কেটে পাচার করার তাল করেছিল বরাত পাওয়া ঠিকাদার। এলাকার মানুষের উদ্যোগে ও বন দফতরের তৎপরতায় সেই গাছ পাচার আটকানো সম্ভব হল। ঘটনা বাঁকুড়ার মেজিয়ার বাগানগোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার মেজিয়া বাজারের বাগানগোড়া এলাকায় মেজিয়া বাঁকুড়া রাস্তার দুধারে কয়েকশো বছরের প্রাচীন কিছু গাছ রয়েছে।
সম্প্রতি রাস্তার ধারের তিনটি গাছ মরে যায়। শুকনো গাছ ঝড়ে পড়ে বিপদ হতে পারে সেই আশঙ্কায় গাছ গুলি কেটে ফেলার জন্য পুর্ত দফতরে আবেদন জানান স্থানীয় বাসিন্দারা। পূর্ত দফতর সম্প্রতি বন দফতরের কাছ থেকে একটি গাছ কাটার অনুমতি নিয়ে গাছটি কেটে ফেলার জন্য একটি ঠিকা সংস্থাকে বরাত দেয়। বরাত পাওয়া ঠিকা সংস্থা সেই একটি গাছ কাটার সরকারী অনুমতিপত্রকে হাতিয়ার করে দুটি গাছ কেটে ফেলে। তৃতীয় গাছ কাটার উদ্যোগ নিতেই এলাকার মানুষ বাধা দেয়।
খবর পেয়ে বনদফতরের মেজিয়া রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তৃতীয় গাছটি কাটার কাজ বন্ধ করে দেন। পাশাপাশি অবৈধ ভাবে কাটা একটি গাছের গুঁড়ি সহ অন্যান্য অংশ বাজেয়াপ্ত করেন। দিনে দুপুরে বরাত পাওয়া ঠিকা সংস্থার এমন জালিয়াতিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বরাত পাওয়া ঠিকাদারের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকার মানুষ।