ISF: তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2026 | 7:29 PM

ISF: সেই মতো মইনুদ্দিনকে থানায় নিয়ে আসে পুলিশ তারপরই তার পরিবার এবং এলাকাবাসী মইনুদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে পুলিশ দাবি করে। তারপরেই মইনুদ্দিনকে ছিনিয়ে নেওয়ার নামে যারা থানায় আসে তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করে ফাঁকা করে দেয় এই ঘটনায় বেশ কয়েকজন মহিলা সহ আহত হয়েছে বলে অভিযোগ। 

শাসন থানার দাদপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। সূত্রে খবর ওই ব্যক্তির নাম মইনুদ্দিন ওরফে ছোলা, মাস তিনেক আগে মইনুদ্দিনের নামে বোমা মজুতের অভিযোগ ওঠে থানায় অভিযোগ হয়। সেই মতো মইনুদ্দিনকে থানায় নিয়ে আসে পুলিশ তারপরই তার পরিবার এবং এলাকাবাসী মইনুদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে পুলিশ দাবি করে। তারপরেই মইনুদ্দিনকে ছিনিয়ে নেওয়ার নামে যারা থানায় আসে তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করে ফাঁকা করে দেয় এই ঘটনায় বেশ কয়েকজন মহিলা সহ আহত হয়েছে বলে অভিযোগ।