Paschim Medinipur Trinamool News: তৃণমূলের কার্যালয়ে তালা দিলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি!

Paschim Medinipur Trinamool News: তৃণমূলের কার্যালয়ে তালা দিলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 30, 2023 | 5:00 PM

তৃণমূলের তিনটি দলীয় কার্যালয় কার দখলে থাকবে, অঞ্চল তৃনমূলের সভাপতি-না অঞ্চল তৃণমূলের সহ-সভাপতির! প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল কার্যালয়ে তালা দেয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সহ সভাপতি, সহ তার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের দলীয় কার্যালয়ে, তালা ঝোলালো নির্দল!

তৃণমূলের তিনটি দলীয় কার্যালয় কার দখলে থাকবে, অঞ্চল তৃনমূলের সভাপতি-না অঞ্চল তৃণমূলের সহ-সভাপতির! প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল কার্যালয়ে তালা দেয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সহ সভাপতি, সহ তার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের দলীয় কার্যালয়ে, তালা ঝোলালো নির্দল! তিনটি তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ এলাকায় জয়ী নির্দল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ তুলল নির্দল কর্মীরা। তৃণমূলের দলীয় কার্যালয় তালা দেওয়ার ঘটনায় নির্দলদের মদত দেওয়ায় নাম জড়াল তৃণমূল নেতাদের। ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবম্তপুর দুই পঞ্চায়েত এলাকা। এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, কল্লা, খুড়শি, ভগবন্তপুরে, তৃণমূলের যে দুটি দলীয় বুথ কার্যালয় ও একটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল মঙ্গলবার রাতে সেই কার্যালয়ে তালা দিয়ে দিয়েছে নির্দল কর্মীরা। এলাকার তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, এলাকার কিছু সিপিএমের কর্মী সমর্থকরা নির্দলদের সাথে নিয়ে,তৃণমূলের কিছু নেতাদের মদতে এই কার্যালয়গুলিকে দখল করে নিয়েছে। উল্লেখ্য ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ রয়েছে, যেখানে অঞ্চল তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ রায় ও অঞ্চল কমিটির সহ-সভাপতি তথা ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইসমাইল খানের মধ্যে। জানা যায় দলীয় নির্দেশ কে মান্যতা না দিয়েই গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনের ক্ষেত্রে, ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে ঈসমাইল অনুগামীরা গ্রাম পঞ্চায়েত দখল করে, প্রধান নির্বাচিত করেন। তারপর থেকেই, এলাকায় রয়েছিল চাপা উত্তেজনা। আর মঙ্গলবার ইসমাইল অনুগামীদের একটি এলাকায় তৃণমূলের মিছিল হয়, আর সেই মিছিলের পরেই, তৃণমূলের দলীয় কার্যালয় গুলি, দখলের অভিযোগ তুলছে তৃণমূলের রামকৃষ্ণর অনুগামী তথা তৃণমূল কর্মী সমর্থকরা।এমনকি অঞ্চল কার্যালয়ে ঢুকতে পারল না তৃণমূলের অঞ্চল সভাপতি। পাল্টা ইসমাইল তুলল রামকৃষ্ণের বিরুদ্ধে, আর রামকৃষ্ণ তুলল ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ। গোটা ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল।