Khanakul News: দিল্লিতে ধর্না, খানাকুলে কোন্দল

Khanakul News: দিল্লিতে ধর্না, খানাকুলে কোন্দল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 03, 2023 | 6:09 PM

দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলীয় নেতা কর্মীদের নিয়ে দিল্লিতে ধরনা দিচ্ছেন তখন নিচুতলায় দলের কোন্দলে দ্বিধা বিভক্ত শাসকদল। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনকে ঘিরে আড়াআড়ি বিভক্ত খানাকুল ১ ব্লক তৃনমুল কংগ্রেস।

দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলীয় নেতা কর্মীদের নিয়ে দিল্লিতে ধরনা দিচ্ছেন তখন নিচুতলায় দলের কোন্দলে দ্বিধা বিভক্ত শাসকদল। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনকে ঘিরে আড়াআড়ি বিভক্ত খানাকুল ১ ব্লক তৃনমুল কংগ্রেস। পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ গঠন নিয়ে খানাকুল ১ ব্লক তৃনমুল সভাপতি ও খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোষ্ঠীর মধ্যে তিক্ততা এমন পর্যায় গিয়ে পৌছেছে যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দলের শীর্ষনেতৃত্বের দ্বারস্থ হয়েছে।

জানা গেছে,পঞ্চায়েত নির্বাচন শেষে এবার খানাকুল ১ পঞ্চায়েত সমিতি দখল করে তৃনমুল। কয়েকদিন আগেই কার্যত শান্তিপূর্ণ ভাবেই এই পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ও কর্মাধ্যক্ষ গঠন করা হয়েছে। আর এরপরেই খোদ খানাকুল ১ ব্লক তৃনমুল এর সভাপতি ও তৃনমুল এর আসনে জেতা পঞ্চায়েত সমিতির সদস্যদের একটা বড় অংশের অভিযোগ, দলের নির্দেশ অমান্য করে, দলের তরফ থেকে নির্ধারিতদের কর্মাধ্যক্ষ না করে খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক নিজের পছন্দমতো কর্মাধ্যক্ষ পদ পাইয়ে দিয়ে কমিটি গঠন করেছেন। এমনকি দলের তরফ থেকে প্রস্তাবিত কর্মাধ্যক্ষদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে পরে তাতে নিজের মতো করে বয়ান লিখে দলকে বিভ্রান্ত করেছেন নইমুল হক ওরফে রাঙা। সমস্ত বিষয়টি স্বীকার করে নইমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়েছেন খোদ তৃনমুল ব্লক সভাপতিও।

এনিয়ে ইতিমধ্যেই খানাকুল ১ ব্লক সভাপতির নেতৃত্বে বিক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল কর্মীদের একটি দল কলকাতায় সুব্রত বক্সি, অভিষেক ব্যানার্জির সাথে দেখা করে তাদের বিষয়টি নিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে একসাথে ২০জন বিক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগ করে কমিটি ভেঙে দেওয়ারও হুশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে অভিযোগ অস্বীকার করে পালটা ব্লক সভাপতি ইলিয়াস চৌধরীর বিরুদ্ধেই দলবিরোধী কাজ করার অভিযোগ তুলে সরব নইমুলও। তার পালটা দাবী, ব্লক সভাপতি সব জেনেশুনে বিজেপি কর্মীকে পঞ্চায়েত সমিতির টিকিট দিয়েছেন। যাদের নামে একাধিক দুর্নীতির অভিযোগ আছে,তাদের নিয়ে সমস্যা তৈরি করছে খানাকুল ১ তৃনমুল ব্লক সভাপতি। সবমিলিয়ে অভিযোগ ও পালটা অভিযোগে তৃনমুল এর অন্দরে গোষ্ঠীকোন্দল আরো একবার সামনে চলে এল। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এপ্রসঙ্গে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন,তৃনমুল এর সবটাই হচ্ছে চুরি করার জন্য। জনগনের টাকা লুট করার জন্যই ক্ষমতা দখলের চেষ্টা।