Panchayat Election 2023: নিয়তির ভরসায় তৃণমূল
একদিকে আদিবাসী অন্য দিকে কুড়মি। এস টি ইস্যুতে দুপক্ষই এখন পরস্পরের প্রতি বিবাদমান। এই পরিস্থিতিতে পুরুলিয়ার জঙ্গলমহলে রবিবাসরীয় প্রচারে একসঙ্গে দুই নেত্রীকে প্রচারে নামলো ঘাসফুল শিবির।
একদিকে আদিবাসী অন্য দিকে কুড়মি। এস টি ইস্যুতে দুপক্ষই এখন পরস্পরের প্রতি বিবাদমান। এই পরিস্থিতিতে পুরুলিয়ার জঙ্গলমহলে রবিবাসরীয় প্রচারে একসঙ্গে দুই নেত্রীকে প্রচারে নামলো ঘাসফুল শিবির। গ্রামের পথে পথে সকাল থেকে প্রচার চালাচ্ছেন আদিবাসী নেত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি প্রতিমা সোরেন। তার সঙ্গেই প্রচারে চালাচ্ছেন কুড়মি নেত্রী তথা বঙ্গ জননীর জেলা সভানেত্রী পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো। দুজনই তুলে ধরছেন আদিবাসী এবং কুড়মিদের জন্য তৃণমূলের নানা উদ্যোগের কথা। উল্লেখ্য সাম্প্রতিক কুড়মি আন্দোলনের জেরে জঙ্গলমহলের রাজনীতিতেও হয়েছে উত্তাল। কুড়মিদের বেশ কয়েকটি সংগঠন সরাসরি শাসক দলের বিরুদ্ধে চলে গেছে। আবার কুড়মিদের পক্ষে থাকার কথা বললে আদিবাসী ভোট হাতছাড়া হবার আশঙ্কা । এই অবস্থায় কুড়মি এবং আদিবাসী দুই পক্ষকেই নিজেদের দিকে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। তবে প্রকাশ্যে এনিয়ে কোন বিবৃতি দিতে চাইছেন না কোন নেতানেত্রীই। তারা বলছেন সামাজিক আন্দোলনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।