SIR: তৃণমূলের সক্রিয় কর্মী বিজেপির BLA?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 08, 2025 | 5:59 PM

খবর সামনে আসতেই শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে নিখিল বলছেন, "আমার কাছে ফোনটা আসতেই আমি অবাক হয়ে যাই। আমি তো বিজেপির কোনও মিটিং-মিছিলেও যাই না। আমি ২০১৯ সালের পর থেকে তৃণমূলই করছি।"

এসআইআর এর আবহে উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে এল এক অন্য ছবি। সেখানে বিএলএ নিয়ে আবার বিজেপির ভরসা করছে তৃণমূলের উপরে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায়। জানা গিয়েছে, ১২৪ নম্বর পাটে নিখিল দাস এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। তবে সেই নিখিল দাসের নামই নাকি বিজেপির বিএলএ হিসাবে পাঠানো হয়েছে কমিশনের কাছে। আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। যদিও, এ প্রসঙ্গে নিখিল বলছেন, “আমার কাছে ফোন এসেছিল। সেটাতে সব বলা হল। আর তাতেই আমি তো অবাক হয়ে গিয়েছি।” তিনি এও দাবি করেছেন যে, তিনি বিজেপির কোনও মিটিং-মিছিলেও যান না। বলেন, “আমি ২০১৯ সালের পর থেকে তৃণমূলই করছি।”

Published on: Nov 08, 2025 05:52 PM