বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূল যুব নেতার রহস্যমৃত্যু, ধৃত ২
গুরুতর আহত অবস্থায় নবেন্দুকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন না তাঁর রাজনৈতিক দলের কোনও সঙ্গী। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
বর্ষবরণের রাতে তৃণমূল নেতার মৃত্যু। রায়গঞ্জে যুব কংগ্রেসের সহ সভাপতি তথা জেলার জনপ্রিয় যুবনেতা নবেন্দু ঘোষের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নিজের বাড়ির পাশেই মোহনবাটি বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পিকনিকে যোগ দিয়েছিলেন তিনি। বর্ষবরণের রাত। তাই সবার সঙ্গে গল্পে মেতেছিলেন। তার মধ্যেই ঘটে যায় অঘটন। তাঁর বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় নবেন্দুকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন না তাঁর রাজনৈতিক দলের কোনও সঙ্গী। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

