'Animal' Movie: নায়কের সঙ্গে যৌনতা, নগ্ন নায়িকার ঘরে আর কে-কে?

‘Animal’ Movie: নায়কের সঙ্গে যৌনতা, নগ্ন নায়িকার ঘরে আর কে-কে?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Dec 11, 2023 | 10:34 PM

Tripti Dimri: 'অ্যানিম্যাল' ছবিতে নগ্ন হয়েছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছিল সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্য। শুটিংয়ের সময় কারা ছিলেন সেই ঘরে, জানিয়েছেন তৃপ্তি। বলেছেন, সেই সময় সেই ঘরে ছিলেন রণবীর কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং সিনেম্যাটোগ্রাফার।

‘A’ পেল ‘সালার’
শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গেই মুক্তি পাবে প্রভাস অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ছবি ‘সালার’। কিন্তু এই ছবি পেল ‘A’ সার্টিফিকেট। ২ ঘণ্টা ৫৫ মিনিটের ছবি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায়। ছবি নিয়ে খুবই আশাবাদী নির্মাতারা।

এ কী করলেন রবিনা?
‘দ্য আর্চিজ়’ মুক্তি পেতেই কটাক্ষের শিকার অমিতাভ-নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবীকন্যা খুশি কাপুর। হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড। এবার তেমনই এক মিম লাইক করে বসলেন রবিনা টন্ডন। আর মুহূর্তে নেটপাড়ার মত, রবিনাও তার মানে সহমত যে, এই দুই স্টার কিড অভিনয় জানেন না। কিন্তু সবটাই ভুলবশত ঘটে গিয়েছে বলে রবিনার মত। সোশ্যাল মিডিয়ায় জানালেন, হাত লেগে অজান্তেই লাইক হয়ে গিয়েছে। তিনি ক্ষমা প্রার্থী।

আবেগাপ্লুত অমিতাভ
অগস্ত্য নন্দার ডেবিউ ছবি ‘দ্য আর্চিজ়’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তাই নাতির জন্য দারুণ খুশি দাদু অমিতাভ বচ্চন। নিজেই নাতির ছবির প্রচার শুরু করে দিয়েছেন। বাড়ির বাইরে অনুরাগীদের মাঝে তাঁকে নিয়ে গিয়ে আলাপও করিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া কিয়ারা ঝড়
বছর শেষ হতে চলল, তাই অধিকাংশেরই নজরে এখন বছরের সেরা খবরগুলিতে। আর তাই গুগল এবার সামনে আনল সারা বছরের সার্চ লিস্ট। বলিউড অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি সার্চড হয়েছেন কে জানেন? আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নন, তিনি হলেন কিয়ারা আডবাণী।

ভাঙছেন অঙ্কিতা?
‘বিগ বস’-এর অন্দরমহলে পা রাখতেই ছবির মতো স্পষ্ট হয়ে যাচ্ছে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের সম্পর্কের সমীকরণ। দিন দিন বাড়ছে দূরত্ব। এবার একান্তে ভিকিকে অঙ্কিতা বলে বসলেন, তিনি ভাল নেই। তিনি পাল্টে যাচ্ছেন। তিনি এমনটা কখনই ছিলেন না। তিনি সুখে নেই। যদিও নেটপাড়ার একাংশের দাবি সবটাই পাবলিসিটি স্টান্ট।

কে ছিলেন তৃপ্তির ঘরে?
‘অ্যানিম্যাল’ ছবিতে নগ্ন হয়েছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছিল সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্য। শুটিংয়ের সময় কারা ছিলেন সেই ঘরে, জানিয়েছেন তৃপ্তি। বলেছেন, সেই সময় সেই ঘরে ছিলেন রণবীর কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং সিনেম্যাটোগ্রাফার।

গোপন তথ্য ফাঁস?
কমেডিয়ান ভারতী সিং বরাবরই পাপারাৎজিদের সঙ্গে ঠাট্টা-মজা করে থাকেন। কিন্তু এবার তিনি মজার ছলে এ কী বলে বসলেন? শাহরুখ খানের সঙ্গে ছবি করছেন তিনি? কথাটা বলে ফেলেই মুখ ঢাকলেন ভারতী। একমুহূর্তও আর সেখানে দাঁড়ালেন না। তারপর থেকেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। যদিও তিনি সত্যি বলেছেন না মজা করেছেন, সেই উত্তর কারও কাছে স্পষ্ট নয়।

চেলো কাবাবে মজে অনুরাগ কাশ্য়প
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মুম্বইয়ের পরিচালক অনুরাগ কাশ্যপ। শহরে এসেই খাওয়াদাওয়া শুরু করলেন ভরপুর। রবিবার রাতে টিম নিয়ে বেরিয়ে পড়েন খেতে। চলে যান কলকাতার পার্কস্ট্রিটে চেলো কাবাব খেতে।

মঙ্গলসূত্র নিয়ে কী বললেন অভিনেত্রী?
বিয়ে করেছেন একজনকে। আর মঙ্গলসূত্র পরলেন অন্য কারও দেওয়া। এমনটাই ঘটেছেন ছোট পর্দার অভিনেত্রী অর্পিতা মণ্ডলের জীবনে। তিনি সদ্য বিয়ে করেছেন তাঁর ছোটপর্দার সহ-শিল্পী স্বর্ণদীপ্ত ঘোষকে। বলেছেন, “আমাকে এগজ়িকিউটিভ প্রোডিউসার সংযুক্তা চক্রবর্তী দিয়েছিলেন মঙ্গলসূত্র। কারণ আমি সিরিয়ালে গয়না পরতে চাইতাম না। এত সুন্দর মঙ্গলসূত্র দেখে ঠিক করি, বিয়ের পর ওটাই পরব।”