Trump Putin Meeting: ‘বাকিটা জেলেনস্কির সঙ্গে কথা বলে নিন’, পুতিনকে ফোন করে বললেন ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে নতুন মোড়! আন্তর্জাতিক মহলের নজর এখন পুতিন-জেলেনস্কি বৈঠকের দিকে। সম্প্রতিই ওয়াশিংটনে শেষ হয়েছে বৈঠক। উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলোচনায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সবচেয়ে বড় খবর, আগামী দুই সপ্তাহের মধ্যেই মুখোমুখি বসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন […]
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে নতুন মোড়! আন্তর্জাতিক মহলের নজর এখন পুতিন-জেলেনস্কি বৈঠকের দিকে। সম্প্রতিই ওয়াশিংটনে শেষ হয়েছে বৈঠক। উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলোচনায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
সবচেয়ে বড় খবর, আগামী দুই সপ্তাহের মধ্যেই মুখোমুখি বসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর সেই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবেন ট্রাম্প নিজে। সূত্রের দাবি, সোমবার রাতে বৈঠকের ফাঁকেই পুতিনকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সরাসরি বলেন, “মিঃ পুতিন, জেলেনস্কি আর আপনি কথা বলে নিন। আমি থাকব। ওখানেই বাকিটা ঠিক হয়ে যাবে”
তবে মূল প্রশ্ন হল, পুতিনের শর্ত মেনে ইউক্রেন কি রাশিয়ার হাতে ভূখণ্ড ছাড়তে রাজি? বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে জেলেনস্কি বলেন, “ইটস টু আর্লি। আগে থেকে কিছু ভেবে নেবেন না প্লিজ।” অথচ সপ্তাহখানেক আগেই তিনি সাফ জানিয়েছিলেন, এক ইঞ্চি জমিও রাশিয়াকে ছেড়ে দেবেন না।
অন্যদিকে, আমেরিকা ইউক্রেনকে ৯ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করেছে। দাম মেটাতে হবে ইউক্রেনকেই। ট্রাম্প মজার ছলে জেলেনস্কিকে খোঁচা দিয়ে বলেন, “তুমি বিরাট ঘোড়েল লোক। তুমি বাইডেনকে অনেকবার টুপি দিয়ে ফ্রি-তে জিনিস হাতিয়েছ। আমি কিন্তু বাইডেন নই।” তবে ট্রাম্প এটৈও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইউক্রেনের নিরাপত্তার দায় নেবে আমেরিকাই, প্রয়োজনে সেনাও পাঠাতে পারেন তিনি। প্রতিরক্ষা মহলের মতে, এ বক্তব্যের আগে থেকেই পুতিনের সম্মতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এখন প্রশ্ন একটাই, আসন্ন বৈঠকে জেলেনস্কি কি পুতিনের শর্ত মানবেন, নাকি ইউরোপ-আমেরিকার শক্ত মদতকে হাতিয়ার করে আরও সময় নেবেন? সেদিকেই এখন নজর সকলের।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

