AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Battery Air Conditioner: TUPIK নিয়ে এল সুলভে পোর্টেবল এসি, যা বিদ্যুতের পাশাপাশি চলবে ব্যাটারিতেও

Battery Air Conditioner: TUPIK নিয়ে এল সুলভে পোর্টেবল এসি, যা বিদ্যুতের পাশাপাশি চলবে ব্যাটারিতেও

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 06, 2023 | 5:47 PM

Share

সবথেকে আকর্ষণীয় দিকটি হল এই টুপিক এসি-র দাম খুবই কম।এই AC মাত্র ৪০০W বিদ্যুৎ খরচ করে এবং এটি বহন করাও খুব সহজ।মাত্র ১৩ কেজি ওজন এই Tupik AC-র।এই AC ইনস্টল করার জন্য আপনাকে কোনও ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে না

AC-র দাম এতটাই চড়া হয়,যে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে থাকে তা।এসি চালাতে গেলে ইলেকট্রিক বিলটাও বেশ ভাল পরিমাণেই আসে।এমন গরমে বেশি দাম দিয়ে এসি কিনতে হবে না এবং তার জন্য বেশি বিদ্যুৎ বিলের খরচও গুনতে হবে না।গুজরাটের কোম্পানি Tupik একটি চমৎকার এসি নিয়ে হাজির হয়েছে।এই এসি আপনি বিদ্যুতের সাহায্যে চালাতেও পারেন আবার ব্যাটারি দিয়েও আপনি এটিকে চালাতে পারেন।UPS,সোলার পাওয়ারের সাহায্যেও চলতে Tupik AC।সবথেকে আকর্ষণীয় দিকটি হল এই টুপিক এসি-র দাম খুবই কম।এই AC মাত্র ৪০০W বিদ্যুৎ খরচ করে এবং এটি বহন করাও খুব সহজ।মাত্র ১৩ কেজি ওজন এই Tupik AC-র।এই AC ইনস্টল করার জন্য আপনাকে কোনও ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে না।ব্যবহারকারীরা নিজে থেকেই এটি ইনস্টল করে নিতে পারেন।পাশাপাশি এই Tupik এসিটির একাধিক সাইজ়ের মডেল রয়েছে।ইউজাররা নিজেদের ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বেছে নিতে পারেন।সম্পূর্ণ ভাবে পরিবেশ-বান্ধব এই এসি কোনও প্রকারের দূষণেরও সৃষ্টি করে না।৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই কাজ করে এই এসি।AC এর দাম মাত্র ১২৪৯০ টাকা।এই টুপিক এসির একটি ০.৫ টনের স্প্লিট এসি মডেলও রয়েছে,যার দাম ১৭৬৫০ টাকা।সেই মডেলটি ৩৭৫W বিদ্যুৎ খরচ করে।এই মডেলটি ক্রয় করলে কোম্পানি আপনাকে ২২% পর্যন্ত ডিসকাউন্ট দেবে।