European Football: ইউরোপীয় ফুটবলের সেরা ৩

ইউরোপিয়ান ফুটবলে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত কিংবদন্তিরা এতদিন আর্থিক আতিশয্যে ভাসতেন। সেই ছবি এখন অতীত। সৌদি প্রো লিগের বাড়বাড়ন্তে ইউরোপিয়ান ফুটবলাররা এখন সামনের সারিতে। মেসি, রোনাল্ডো ইউরোপিয়ান ফুটবলে না থাকায় হ্যারিকেন এমবাপেদের চুক্তির অঙ্ক অনেকটাই বেড়ে গেছে।

European Football: ইউরোপীয় ফুটবলের সেরা ৩
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:49 PM

ইউরোপিয়ান ফুটবলে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত কিংবদন্তিরা এতদিন আর্থিক আতিশয্যে ভাসতেন। সেই ছবি এখন অতীত। সৌদি প্রো লিগের বাড়বাড়ন্তে ইউরোপিয়ান ফুটবলাররা এখন সামনের সারিতে। মেসি, রোনাল্ডো ইউরোপিয়ান ফুটবলে না থাকায় হ্যারিকেন এমবাপেদের চুক্তির অঙ্ক অনেকটাই বেড়ে গেছে।

ইউরোপিয়ান ফুটবলে পেমেন্টের নিরিখে প্রথম স্থানে ফরাসি কিলিয়ান এমবাপে। প্যারি সাঁজা প্রতি সপ্তাহে ১১,৮৩,৩২১ পাউন্ড দেয় এমবাপেকে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এমবাপের সাপ্তাহিক উপার্জন ১২ কোটি টাকারও বেশি। রিয়াল মাদ্রিদ ও আল হেলালের প্রস্তাব নাকচ করে এমবাপে থেকে গেছেন পিএসজিতে। ইউরোপীয় ফুটবলে চুক্তির অঙ্কে দ্বিতীয় স্থানে ফ্রাঙ্ক ডি ইয়ং। সপ্তাহে ৬,১৬,৩১৩ পাউন্ড ইয়ংয়ের উপার্জন। ভারতের মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকা। ইয়ং খেলেন বার্সেলোনায়। সম্ভবত এই কারণেই ২০২২ এ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন প্যারি সাঁ জার উসমান ডেম্বল। তাঁর সাপ্তাহিক উপার্জন ৫,৯৭,৫৭৭ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৬ কোটি ১৬ লাখ। এর আগের মরসুমে ওসমান খেলেন বার্সেলোনায়।

Follow Us: