AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Twiiter News: নাম পরিবর্তনই কাল টুইটারে?

Twiiter News: নাম পরিবর্তনই কাল টুইটারে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 1:25 PM

Share

এলন মাস্ক জুলাই ২০২৩ এ টুইটারের নাম বদলে রাখেন X কর্প । প্রায় এক দশকের পরিচিত টুইটারের নীল পাখির লোগোও বদলে যায় কালোর ওপরে সাদা ইংরেজি X অক্ষরে। আর এতেই নাকি হুহু করে ডাউনলোড কমছে এই মাইক্রো ব্লগিং সোশাল সাইটের।

এলন মাস্ক জুলাই ২০২৩ এ টুইটারের নাম বদলে রাখেন X কর্প । প্রায় এক দশকের পরিচিত টুইটারের নীল পাখির লোগোও বদলে যায় কালোর ওপরে সাদা ইংরেজি X অক্ষরে। আর এতেই নাকি হুহু করে ডাউনলোড কমছে এই মাইক্রো ব্লগিং সোশাল সাইটের। এলন মাস্কের সিদ্ধান্ত কি তবে ব্যাক ফায়ার করল? ডাউনলোড কমায় টুইটার কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞদের মতে সোশাল মিডিয়া ইউজারদের অ্যাপটি চিনতে অসুবিধে হচ্ছে। কেউ কেউ শনাক্ত করতে পারছেন না টুইটারকে। ফল স্বরূপ টপ ডাউনলোড তালিকা থেকে নেমে গেছে X । প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর ২ জায়গাতেই ধ্বস নেমেছে। টুইটারের রিব্র্যান্ডিংয়ে সংকট শুরু হয়েছে অগাস্ট থেকে। ডিজিটাল মিডিয়া বিশ্লেষক এরিক সুফার্ট একটি গ্রাফ শেয়ার করেছেন। তাঁর অনুমান অনলাইন ইউজাররা টুইটার সম্পর্কে ওয়াকিবহাল। কনজিউমাররা টুইটার সম্পর্কে ওয়াকিবহাল নন। টুইটারের নতুন লুকও বিভ্রান্তি তৈরি করছে। টুইটারের অতীত লুকের এবং অতীত লোগোর সামান্য উল্লেখও নেই নতুন টুইটারে। এইসব কারণেই ডাউনলোড কমছে টুইটারের। এসব নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি এলন মাস্ক।