Birbhum News: ৭০টন কয়লা বাজেয়াপ্ত!
রাতের অন্ধকারে ঝাড়খন্ড থেকে কয়লা পাচারের সময় দুটি লরি ভর্তি ৭০ টন কয়লা আটক সিউড়িতে, গ্রেপ্তার ৪। রাতের অন্ধকারে ঝাড়খণ্ডের দিক থেকে সিউড়ি দিকে যাওয়ার সময় দু’টি কয়লা বোঝাই লরি আটক করল পুলিস।
রাতের অন্ধকারে ঝাড়খন্ড থেকে কয়লা পাচারের সময় দুটি লরি ভর্তি ৭০ টন কয়লা আটক সিউড়িতে, গ্রেপ্তার ৪ । রাতের অন্ধকারে ঝাড়খণ্ডের দিক থেকে সিউড়ি দিকে যাওয়ার সময় দু’টি কয়লা বোঝাই লরি আটক করল পুলিস। জানা যায়, শনিবার রাতের দিকে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর সিউড়ি ১ ব্লকের আবদারপুরের কাছে দু’টি কয়লা বোঝাই লরি ধরা পড়ে। গ্রেপ্তার করা হয় চালক ও খালাসি মিলে মোট ৪ জনকে।
ওই লরি দু’টিতে ৭০ টন কয়লা মজুত ছিল। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকার কাছাকাছি। লরি দু’টি জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এর পিছনে কারা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। মূলত, রাতের অন্ধকারে ঝাড়খণ্ডের দিক থেকে বীরভূম হয়ে বিভিন্ন দিকে কয়লা পাচারের অভিযোগ পাচ্ছে পুলিস।

