Jaldapara Viral Video: জঙ্গল সাফারির সময় আচমকাই ধেয়ে এল দুই গণ্ডার

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Feb 25, 2023 | 11:44 PM

শনিবার জলদাপাড়া ওয়েস্ট রেঞ্জে সাফারির সময় বিরল ঘটনা ঘটল। জঙ্গল সাফারির সময় আচমকাই জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে এল দুটি গণ্ডার।

শনিবার উত্তরবঙ্গের জলদাপাড়া ওয়েস্ট রেঞ্জে বিকেলের সাফারির ভিডিয়ো এটি। ভিডিয়োটি এখন ভাইরাল। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি সাফারি জিপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, বন্যজন্তু দেখার আশায়। হঠাৎ দুটি গণ্ডার জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে আসে। জিপের দিকে ধেয়ে আসে গণ্ডার দুটি। জিপটি পিছোতে থাকে। অন্য একটি জিপ থেকে তোলা ভিডিয়োতে দেখা যাচ্ছে এই ঘটনা। একটি স্কুটিও ছিল ওই জিপের সামনে। গণ্ডারের তাড়া খেয়ে পিছোতে গিয়ে জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জিপটি হঠাৎ উল্টে যায়।তবে বন্যজন্তুর আক্রমণে কেউ আহত হননি। সাফারি গাড়িটি উল্টে যাওয়ায় একজন মহিলা আঘাত পেয়েছেন। ঘটনার পরপরই অন্য জিপের পর্যটক ও বনকর্মীরা এসে ওই জিপের আরোহীদের উদ্ধার করেন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla