AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুই মেহেবুবেরই ভোটার কার্ড এক! কে আসল, কে নকল?

দুই মেহেবুবেরই ভোটার কার্ড এক! কে আসল, কে নকল?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 05, 2025 | 8:02 PM

Share

শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের বড় গদাইখোঁড়া এলাকায় দুই ভোটার। দুজনেরই নাম মেহেবুব আলম। একজনের বয়স বছর পঞ্চাশ। অন্যজনের বয়স বছর ছাব্বিশ। এই দুই ভোটারের ভোটার কার্ডের এপিক নম্বর একই! তবে বছর ছাব্বিশের মেহেবুবের বাবার নাম আনিসুর রহমান।

দু’জনের নাম এক। ভোটার কার্ডের এপিক নম্বরও এক। তবে বাবার নাম আলাদা। কিন্তু, একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড কীভাবে সম্ভব? শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের বড় গদাইখোঁড়া এলাকায় দুই ভোটার। দুজনেরই নাম মেহেবুব আলম। একজনের বয়স বছর পঞ্চাশ। অন্যজনের বয়স বছর ছাব্বিশ। এই দুই ভোটারের ভোটার কার্ডের এপিক নম্বর একই! তবে বছর ছাব্বিশের মেহেবুবের বাবার নাম আনিসুর রহমান। আর বছর পঞ্চাশের মেহেবুবের বাবার নাম মহম্মদ হোসেন আলি মিঞা।

এসআইআরের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের শীতলকুচিতে। দু’জনের মধ্যে একজন বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস শুরু করেছেন বলে অভিযোগ। মারধরও করা হয়।