Udayan Guha: দিনহাটায় শুনানি কেন্দ্রে AERO-এর সঙ্গে বচসায় উদয়ন গুহ
Udayan Guha: বয়স্ক ব্যক্তিদের সাথে বিএলএ-২ দের হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া নিয়ে রীতিমত বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রথমে বাধা দিলেও মন্ত্রীর কথার সামনে অবশ্য শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেননি AERO। ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এলাকার। এখানেই রয়েছে বিডিও অফিস। মন্ত্রী নিজেই উপস্থিত এখানে।
দিনহাটায় AERO র সাথে বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । চাঞ্চল্য SIR এর হিয়ারিং কেন্দ্রে। বয়স্ক ব্যক্তিদের সাথে বিএলএ-২ দের হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া নিয়ে রীতিমত বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রথমে বাধা দিলেও মন্ত্রীর কথার সামনে অবশ্য শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেননি AERO। ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এলাকার। এখানেই রয়েছে বিডিও অফিস। মন্ত্রী নিজেই উপস্থিত এখানে।
Latest Videos
দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? সুপ্রিম কোর্টে কী জানাল কমিশন
দেখুন কীভাবে এক্সপ্রেস ট্রেন গিয়ে ধাক্কা মারল, ঘুরে গেল ট্রাক
'আমাদের তো কাজই করতে হচ্ছে না', ভোটের মুখে ঠিক কী বললেন মদন মিত্র
নির্মীয়মান বহুতলের অরক্ষিত লিফটের গর্ত থেকে উদ্ধার শিশুর দেহ
