Udayan Guha: দিনহাটায় শুনানি কেন্দ্রে AERO-এর সঙ্গে বচসায় উদয়ন গুহ
Udayan Guha: বয়স্ক ব্যক্তিদের সাথে বিএলএ-২ দের হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া নিয়ে রীতিমত বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রথমে বাধা দিলেও মন্ত্রীর কথার সামনে অবশ্য শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেননি AERO। ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এলাকার। এখানেই রয়েছে বিডিও অফিস। মন্ত্রী নিজেই উপস্থিত এখানে।
দিনহাটায় AERO র সাথে বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । চাঞ্চল্য SIR এর হিয়ারিং কেন্দ্রে। বয়স্ক ব্যক্তিদের সাথে বিএলএ-২ দের হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া নিয়ে রীতিমত বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রথমে বাধা দিলেও মন্ত্রীর কথার সামনে অবশ্য শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেননি AERO। ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এলাকার। এখানেই রয়েছে বিডিও অফিস। মন্ত্রী নিজেই উপস্থিত এখানে।
Latest Videos
দিনহাটায় শুনানি কেন্দ্রে AERO-এর সঙ্গে বচসায় উদয়ন গুহ
'BLA-2-রা থাকতে দিচ্ছে না, তাই হিয়ারিং বন্ধ করে দিয়েছি'
বোমাবাজিতে মৃত্যু হয়েছিল তামান্নার, সেখানেই 'শূন্য' TMC, জিতল CPM
একবার দেখুন কী কষ্ট করে ১০৯ বছর বয়সী এই বৃদ্ধা এসেছেন শুনানি কেন্দ্রে
