AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crimea Missile Attack: ক্রিমিয়া-রাশিয়া সংযোগকারী একমাত্র সেতুতে মিসাইল হানা, দাউদাউ জ্বলছে আগুন!

Crimea Missile Attack: ক্রিমিয়া-রাশিয়া সংযোগকারী একমাত্র সেতুতে মিসাইল হানা, দাউদাউ জ্বলছে আগুন!

আসাদ মল্লিক

|

Updated on: Oct 08, 2022 | 3:47 PM

Share

Russia Ukraine War: প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে আচম্বিতে মিসাইল হানায় দিগভ্রান্ত হয়ে পড়েন নাগরিকরা। ব্রিজের একটি অংশ ভেঙে জলে ডুবে যায়।

ক্রিমিয়া: ক্রিমিয়া থেকে রাশিয়া যাওয়ার সেতুতে আচমকাই মিসাইল হানা। মিসাইলের আঘাতে ব্রিজের উপরে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। দাউদাউ আগুনের লেলিহান শিখা গগনচুম্বী আকার ধারণ করার। ইউক্রেনের সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে।

প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে আচম্বিতে মিসাইল হানায় দিগভ্রান্ত হয়ে পড়েন নাগরিকরা। ব্রিজের একটি অংশ ভেঙে জলে ডুবে যায়। টুইটারে ইউক্রেনের রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা মিখাইল পোদোলিয়াকের হুঁশিয়ারি, “ক্রিমিয়া ব্রিজ দিয়ে শুরু। বেআইনি সবকিছু ধ্বংস হবে, যা কিছু চুরি করেছে রাশিয়া সব ফেরানো হবে ইউক্রেনে।”

দীর্ঘ এক বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এমতাবস্থায় রাশিয়ার পরাক্রমকে একরকম রুখে দিয়েছে ইউক্রেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ ভেঙে যাওয়ার দরুণ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে বেশ সমস্যায় পড়বে পুতিন প্রশাসন, তা সাফ জানাচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Published on: Oct 08, 2022 03:43 PM