AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti Crime News: ভাইপোকে মেরে আত্মঘাতী...

Basanti Crime News: ভাইপোকে মেরে আত্মঘাতী…

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Oct 25, 2023 | 5:19 PM

Share

শুধুমাত্র জমি জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইপোকে লোহার সাবল দিয়ে মারধর করলে রক্তাক্ত অবস্থায় ভাইপো রাস্তায় পড়ে যেতেই নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হলেন কাকা। মৃতের নাম নবকুমার নস্কর (৪০)। বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাসন্তীর সজিনাতলা এলাকায়

শুধুমাত্র জমি জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইপোকে লোহার সাবল দিয়ে মারধর করলে রক্তাক্ত অবস্থায় ভাইপো রাস্তায় পড়ে যেতেই নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হলেন কাকা। মৃতের নাম নবকুমার নস্কর (৪০)। বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাসন্তীর সজিনাতলা এলাকায়।

দীর্ঘ দিন ধরে জমি বিবাদ চলোছিল পেশায় ছুতোর মিস্ত্রী কাকা নবকুমার নস্করের সঙ্গে ভাইপো সুবীর নস্করদের। এদিন আবার ঝামেলা বাঁধে কাকা ভাইপোর মধ্যে।আচমকাই কাকা ভাইপোর মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করতেই রক্তাক্ত অবস্থায় সুবীর রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরই কাকা সেখান থেকে চলে এসে বাড়ির কাছে নিজের সঙ্গে ধারালো করাত দিয়ে গলায় আঘাত করে। এরপর স্থানীয় লোকজন দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানেই কাকাকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকরা। সেই সঙ্গে ভাইপোর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে।খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ কাকার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।সেই সঙ্গে ঘটনার তদন্ত ও শুরু করেছে। এই শোকের ছায়া নেমে এসেছে।

Published on: Oct 25, 2023 05:04 PM