ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে,চলন্ত ট্রেনে যুগলে চুম্বন করছেন।সেই ভিডিয়ো রেকর্ড করছেন পাশের কামড়ায় থাকা কোনও এক ব্যক্তি।প্রথমে ওই চলন্ত ট্রেনের দরজা থেকে একটি ছেলেকে ঝুঁকে পড়তে দেখা যায়।তারপর মেয়েটি দরজা থেকে বেরিয়ে এসে চুমু খেতে ছেলেটির উপরে ঝুঁকে পড়ে।ইনস্টাগ্রামে artemgusev6477 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটিতে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি ভিউ হয়েছে।নেটিজ়েনদের একজন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন,’যা ইচ্ছে করো,কিন্তু এই ধরনের ভিডিয়ো ইন্টারনেটে শেয়ার করো না।এটা দেখার পর সকলে এরকম কেতবাজি দেখানোর চেষ্টা করবেন’।একজনের বক্তব্য,’রাধেশ্যাম ছবির সেই দৃশ্যটা রিক্রিয়েট করার চেষ্টা করেছেন ওঁরা’।