Union Budget 2026: রবিবারই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিন!
Nirmala Sitharaman: নতুন আর্থিক বছর শুরুর আগেই যাতে বাজেটে প্রস্তাবিত সব আইন সংসদে পাশ করানো যায়, সেই কারণেই ১ এপ্রিলের অন্তত ২ মাস আগে পেশ করা হয় বাজেট। এতে কোনও নীতি কার্যকর করতে দেরি হয় না। প্রকল্প বাস্তবায়নও হয় সময় মতো।
বাজেট পেশ হতে চলেছে ১ ফেব্রুয়ারি, রবিবার। এই প্রথম কোনও রবিবার পেশ হতে চলেছে দেশের কেন্দ্রীয় বাজেট। আগে কোনও নির্দিষ্ট তারিখে পেশ হত না বাজেট। কিন্তু ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার বাজেট পেশের দিন এগিয়ে নিয়ে আসে। সেই বছর থেকেই ১ ফেব্রিয়ারি পেশ হতে শুরু করে ভারতের কেন্দ্রীয় বাজেট। নতুন আর্থিক বছর শুরুর আগেই যাতে বাজেটে প্রস্তাবিত সব আইন সংসদে পাশ করানো যায়, সেই কারণেই ১ এপ্রিলের অন্তত ২ মাস আগে পেশ করা হয় বাজেট। এতে কোনও নীতি কার্যকর করতে দেরি হয় না। প্রকল্প বাস্তবায়নও হয় সময় মতো।
Published on: Jan 28, 2026 11:55 AM

