Dhak Museum: ঢাকের আওয়াজ চড়াম চড়াম নাকি অন্যরকম, বুঝতে পারবেন এই মিউজিয়ামে
কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের এই সংগ্রহশালায় কতরকম তালবাদ্য। বড় ঢাক। মেজো ঢাক। ছোট ঢাক।এই রাজ্যের বাদ্য। অন্য রাজ্যের বাদ্য। আসলে ঢাকের বাদ্যির বোল কী বলে কত ভাষা বলে শুনতে পাবেন বাদ্যবীথিকায়
পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের এই সংগ্রহশালায় কতরকম তালবাদ্য। বড় ঢাক। মেজো ঢাক। ছোট ঢাক।এই রাজ্যের বাদ্য। অন্য রাজ্যের বাদ্য। আসলে ঢাকের বাদ্যির বোল কী বলে কত ভাষা বলে শুনতে পাবেন বাদ্যবীথিকায়। প্রবেশ অবাধ। আলিপুর জেল মিউজিয়াম প্রচারে আছে। নেই পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের এই সংগ্রহশালার যথাযথ প্রচার। নতুন অধিকর্তা উদ্যোগী হয়েছেন। বেশকিছু নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে। এবার থেকে প্রতিটি বাদ্যযন্ত্রের সঙ্গে তার আওয়াজ থাকবে। সুইচ টিপলেই শোনা যাবে। যাঁরা জানেন আসেন। যাঁরা প্রথম দেখেন ভীষণ অবাক হন।
Latest Videos
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

