Mysterious Village: রহস্যময় গ্রাম

Mysterious Village: রহস্যময় গ্রাম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 1:39 PM

আসমুদ্র হিমাচল আমাদের দেশের পরতে পরতে ছড়িয়ে বিস্ময়। বেশ কিছু অদ্ভুত গ্রাম আছে যার কথা শুনলে চমকে উঠবেন। মহারাষ্ট্রের শেতফল যেন বাবুরাম সাপুড়ের গ্রাম। এই গ্রামে সাপে মানুষে বাস করে একসঙ্গে। প্রতি গ্রামবাসীর বাড়িতে আছে কেউটে কিংবা চন্দ্রবোড়া। গ্রামবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অহিকূলের। কোডাইকানালের কাছেই আর এক অদ্ভুত গ্রাম ভেল্লাগাভি।

আসমুদ্র হিমাচল আমাদের দেশের পরতে পরতে ছড়িয়ে বিস্ময়। বেশ কিছু অদ্ভুত গ্রাম আছে যার কথা শুনলে চমকে উঠবেন। মহারাষ্ট্রের শেতফল যেন বাবুরাম সাপুড়ের গ্রাম। এই গ্রামে সাপে মানুষে বাস করে একসঙ্গে। প্রতি গ্রামবাসীর বাড়িতে আছে কেউটে কিংবা চন্দ্রবোড়া। গ্রামের জন জীবনে জড়িয়ে নাগকূল। গ্রামবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অহিকূলের।

কোডাইকানালের কাছেই আর এক অদ্ভুত গ্রাম ভেল্লাগাভি। এখানে বাড়ির চাইতে মন্দির বেশি। তাই এই গ্রামে জুতো পরে চলা বারণ। গ্রামে নেই কোনও সড়ক যোগাযোগ। পৌঁছতে হয় জঙ্গলে ট্রেক করে। ভারত মায়ানমার সীমান্তে গ্রাম মোন। কেনিয়াক আদিবাসীদের বাস এখানে। এখানকার লংওয়া গ্রামের অর্ধেক ভারতে বাকি অর্ধেক মায়ানমারে। গ্রাম প্রধানের বাড়ির সদস্যরা ভারতে ঘুমোয় কিন্তু খাওয়াদাওয়া করে ভারতে।

বিহারের গ্রাম বড়ওয়া কলা। যেন বড় একলা এই বড়ওয়া কলা। এখানে ৫০ বছরে কারও বিয়ে হয়নি। ২০১৭এ ৫০ বছর পর একটি বিয়ে অনুষ্ঠিত হয়। কাইমুর পাহাড়ের ঢালে এই গ্রাম। পরিযায়ী পাখিরা এসে ঝাঁকে ঝাঁকে আত্মহত্যা করে এই গ্রামে। অসমের জাটিঙ্গা গ্রাম। প্রতি সেপ্টেম্বরে ১ হাজার পাখির গণ আত্মহত্যা হয় জাটিঙ্গায়। হাফলং এর জাটিঙ্গায় এই ঘটনা দেখতে ভিড় জমান ট্যুরিস্টরা।