Agatha Christie: আগাথা ক্রিস্টির বাড়িতে 'বন্দি' পর্যটক

Agatha Christie: আগাথা ক্রিস্টির বাড়িতে ‘বন্দি’ পর্যটক

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 29, 2023 | 6:16 PM

আগাথা ক্রিস্টি হলেন জনপ্রিয় গোয়েন্দা কাহিনীর লেখিকা। তাঁর বিখ্যাত উপন্যাসের নাম 'অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান'। এই উপন্যাসটি বেস্ট-সেলিং হয়। সেই কাহিনীতে দেখা যায়, ৮ জন ডেভন কোস্টের একটি দ্বীপে যান। তারপর তাঁরা বুঝতে পারেন সেখানে আটকে পড়েছেন। একের পর এক তাঁরা খুন হয় সেখানে। এটাই ছিল তাঁর বিখ্যাত কাহিনী। ১৪ জুলাই আগাথা ক্রিস্টির গ্রিনওয়ে' বাংলোতে পর্যটকরা যান

আগাথা ক্রিস্টি ছিলেন জনপ্রিয় গোয়েন্দা কাহিনীর লেখিকা। তাঁর বিখ্যাত উপন্যাসের নাম ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’। এই উপন্যাসটি বেস্ট-সেলিং হয়। সেই কাহিনীতে দেখা যায়, ৮ জন ডেভন কোস্টের একটি দ্বীপে যান। তারপর তাঁরা বুঝতে পারেন সেখানে আটকে পড়েছেন। একের পর এক তাঁরা খুন হয় সেখানে। এটাই ছিল তাঁর বিখ্যাত কাহিনী। ১৪ জুলাই আগাথা ক্রিস্টির গ্রিনওয়ে’ বাংলোতে পর্যটকরা যান।
তখন পর্যটকরা সেখানে আটকে পড়েন। পর্যটকরা জানান,তাঁদের বিখ্যাত কাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে। পর্যটকরা সেখানে প্রাকৃতিক দুর্যোগের জন্য আটকে পড়েন। ঝড়ে একটি বড় গাছ পড়ে যায় বাংলো যাওয়ার রাস্তায়। তারপর সন্ধ্যার সময় উদ্ধারকারী দল সেখানে যায়। উদ্ধারকারী দল এসে গাছটিকে সরিয়ে দেন।