UPI Transactions: ঝড়ের গতিতে বাড়ছে UPI লেনদেন!

UPI Transactions: আমরা অনেকেই টাকা তুলতে এটিএম- এ যাই। বেশিভাগ এটিএম ফাঁকাই থাকে। একটা সময় এটিএম-এর বাইরে দেখা যেত লম্বা লাইন। ২০১৬ সালে UPI পেমেন্টের প্রতি মানুষের আগ্রহ বেড়েছিল। এটিএম এর ব্যবহার কমছে খুব দ্রুত হারে। গত ৮ বছরে মানুষের আগ্রহ অনেকটাই কমেছে এটিএম এ যাওয়া।

UPI Transactions: ঝড়ের গতিতে বাড়ছে UPI লেনদেন!
| Updated on: May 28, 2023 | 5:35 PM

আমরা অনেকেই টাকা তুলতে এটিএম- এ যাই। বেশিভাগ এটিএম ফাঁকাই থাকে। একটা সময় এটিএম-এর বাইরে দেখা যেত লম্বা লাইন। ২০১৬ সালে UPI পেমেন্টের প্রতি মানুষের আগ্রহ বেড়েছিল। এটিএম এর ব্যবহার কমছে খুব দ্রুত হারে। গত ৮ বছরে মানুষের আগ্রহ অনেকটাই কমেছে এটিএম এ যাওয়া।
২০১৬ সালের থেকে ২০২৩ এ এটিএম-এ যাওয়া কমেছে ৫০%। তথ্য অনুযায়ী, ২০১৬-র এপ্রিলে ভারতে কোন ব্যক্তি গড়ে ১৬ বার এটিএম-এ যেতেন। সেই সংখ্যা ২০২৩ এ কমে গিয়ে হয়েছে ৮ বার। UPI-এর মাধ্যমে লেনদেন খুব দ্রুত বেড়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষে ডিজিটাল পেমেন্টের সংখ্যা ছিল ১.৮ কোটি।
এখন সেই ডিজিটাল পেমেন্টের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৩৭৫ কোটি। ২০১৬-১৭-তে UPI-এ লেনদেন হয় ৬,৯৪৪৭ কোটি টাকা। সেই লেনদেনের সংখ্যা আজ ১৩৯ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। UPI-এ সেই লেনদেন বেড়েছে ২০০৪ গুণ।

Follow Us: