Urfi Javed: টিভিতে কাজ করতে নারাজ উরফি, এ কী বললেন?

টিভির পর্দায় কাজ করতে চান না উরফি জাভেদ। কিন্তু কেন? নিজেই এক সাক্ষাৎকারে বললেন, "আপনার চরিত্রটি যদি মূল চরিত্র হয় তাহলে সমস্যা নেই। কিন্তু সেটা বাদে অন্য চরিত্র হলেই কাজ করা খুব কঠিন হয়ে উঠবে। নির্মাতারা কেউ আপনার সঙ্গে ভাল ব্যবহার করবেন না। কুকুরের মতো আচরণ করে। কিছু কিছু প্রোডাকশন হাউস প্রচণ্ড ভয়ঙ্কর।"

Urfi Javed: টিভিতে কাজ করতে নারাজ উরফি, এ কী বললেন?
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 11:28 PM

দেবের সেলিব্রেশন
হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে হ্যাটট্রিক দেবের। তৃতীয়বারের জন্য ঘাটাল রইল তাঁর দখলে। ভোটে জিতেই সকলকে জানালেন, এই জয় ভালবাসার জয়। আর তারপর সেলিব্রেশন। বাজির আলোতে রঙিন হয়ে উঠল গোটা আকাশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা উপভোগ করলেন দেব। হাসিমুখে ক্যামেরাবন্দি করলেন সেই মুহূর্ত।

দেবের প্রতিশ্রুতি
১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে হিরণ চট্টোপাধ্য়ায়কে পরাজিত করলেন দেব। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। আর ভোটে জিতেই পরিবেশ নিয়ে বড় বার্তা তাঁর। বললেন, ‘আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।’

দলবদল করছেন নুসরত?
অভিমান কি বর্তমান? আদপে অভিমান ছিল কি না, তাও জানা নেই। তবে নুসরত জাহান আর সক্রিয় সদস্য নন তৃণমূল কংগ্রেসের। তবে কি মুখ ফিরিয়ে দল বদল করছেন? ঘাসফুলের সঙ্গে কেমন তাঁর সম্পর্ক? মমতা বন্দ্যোপাধ্যায় জিততেই সবটা হল স্পষ্ট। TMC কে শুভেচ্ছা জানিয়ে করলেন এক দীর্ঘ পোস্ট। তাতেই স্পষ্ট, হৃদয় দফতর পাল্টায়নি।

সেলিব্রেশনে গা ভাসালেন সায়ন্তিকা
বরাহনগরে জিতেই চোখের জলে ভাসলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন বিজয় মিছিলে। গলায় গোলাপের মালা, খেলা হবে গানে ডিজে বাজিয়ে চলল সেলিব্রেশন। সজল ঘোষকে হারিয়ে বিধায়ক এবার টলিপাড়ার হটডিভা।

জয় শ্রীরাম বলে শুভেচ্ছা
সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রচারে। সক্রিয় সদস্য না হলেও তিনি তৃণমূলের ডাক কখনও ফেরাননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে পোস্ট করেন সৌমিতৃষা। আর সেই ছবির ওপর লিখে দেন জয় শ্রীরাম। তা সত্যি কোনও ইঙ্গিত বহন করছে কি না, স্পষ্ট নয়।

কোথায় গেলেন কৌশাম্বী
খুলে ফেলেছেন হাতের শাঁখাপলা। কৌশাম্বী চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। গিয়েছেন বাড়িতে। সেখান থেকেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে নেটিজ়েনরা কটাক্ষ করতে ছাড়লেন না। বললেন, বিয়ের এক মাস যেতে না যেতেই শাঁখা পলা খুলে ফেলেছেন?

টিভিতে ‘না’ উরফির
টিভির পর্দায় কাজ করতে চান না উরফি জাভেদ। কিন্তু কেন? নিজেই এক সাক্ষাৎকারে বললেন, “আপনার চরিত্রটি যদি মূল চরিত্র হয় তাহলে সমস্যা নেই। কিন্তু সেটা বাদে অন্য চরিত্র হলেই কাজ করা খুব কঠিন হয়ে উঠবে। নির্মাতারা কেউ আপনার সঙ্গে ভাল ব্যবহার করবেন না। কুকুরের মতো আচরণ করে। কিছু কিছু প্রোডাকশন হাউস প্রচণ্ড ভয়ঙ্কর।”

পরিচালনায় অনন্যা?
সোশ্যাল মিডিয়ায় অনন্যা পাণ্ডের একটি পোস্ট নিয়ে শোরগোল। তিনি এবার নিজের সিরিজ নিজেই পরিচালনা করছেন? কল মি বে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে। এবার তিনি লিখলেন, “আজ সেটে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করছি।” তারপর থেকেই নেটিজ়েনদের একাংশ কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন।

ক্যাটরিনাকে কটাক্ষ
বলিউড ইন্ডাস্ট্রির পুরোনো খিলাড়ি শেখর সুমন। এবার নিজেকে গড়ে তোলা প্রসঙ্গে ক্যাটরিনা কইফের নাম টানলেন অভিনেতা। প্রশংসা করতে গিয়েই কি কটাক্ষ করে ফেললেন? কী বললেন? ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে দাঁড়াতে পারত না, লাইনগুলি বলতে পারত না, এমনকি নাচতেও পারত না, তবে সে আজ কোথায় পৌঁছেছে তা দেখুন।

Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...