Urmila Matondkar: বেতন বৈষম্য নিয়ে সরব ঊর্মিলা মাতন্ডকর

নয়ের দশকের পপুলার নায়িকা ঊর্মিলা মাতন্ডকর। অভিনয়ের পরে এখন রাজনীতিতে এসেছেন ঊর্মিলা মাতন্ডকর। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেতন বৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। ঊর্মিলা বলেন তিনি কখনই সমান পারিশ্রমিক চাননি।

Urmila Matondkar: বেতন বৈষম্য নিয়ে সরব ঊর্মিলা মাতন্ডকর
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 6:46 PM

নয়ের দশকের পপুলার নায়িকা ঊর্মিলা মাতন্ডকর। অভিনয়ের পরে এখন রাজনীতিতে এসেছেন ঊর্মিলা মাতন্ডকর। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেতন বৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। ঊর্মিলা বলেন তিনি কখনই সমান পারিশ্রমিক চাননি। বেশ কিছু সময়ে ঊর্মিলা মাতন্ডকর পুরুষ অভিনেতাদের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন।

ঊর্মিলা মাতন্ডকরের মতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেতন বৈষম্য বৈধ। অন্যান্য ক্ষেত্রে বেতন বৈষম্য নিয়েও সরব হয়েছেন ঊর্মিলা। ঊর্মিলা মাতন্ডকর রাজনীতিতে আসার পর দেখেছেন সেই ক্ষেত্রের নারীদের।

ঊর্মিলার মতে অনেক কাজই ছেলেদের থেকে বেশি ভাল করে মেয়েরা। এই বিষয়ে ঊর্মিলা মাতন্ডকর নারী সাংবাদিকদের উদাহরণ দেন। ২০১৯ থেকে রাজনীতিতে আছেন এই অভিনেত্রী। খুবসুরত, জুদাই, কর্জ ও রঙ্গিলায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন ঊর্মিলা মাতন্ডকর।

Follow Us: