US man fined for cutting trees: গাছ কাটার জরিমানা এত টাকা!

US man fined for cutting trees: গাছ কাটার জরিমানা এত টাকা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 2:41 PM

নিউ জার্সির হ্যাবার নামের এক ব্যক্তি তাঁর প্রতিবেশীর ৩২টি গাছ কেটে ফেললেন। ওক, বার্চ, ম্যাপেলের মতো মূল্যবান গাছ ছিল। প্রতিটি গাছের দরুন ১ হাজার করে মোট ৩২ হাজার মার্কিন ডলার জরিমানা হয়েছে।

ভাল ভাবে আকাশ দেখতে পারেন না বলে প্রতিবেশীর গাছ কেটে ফেললেন। নিউ জার্সির হ্যাবার নামের এক ব্যক্তি তাঁর প্রতিবেশীর ৩২টি গাছ কেটে ফেললেন। ওক, বার্চ, ম্যাপেলের মতো মূল্যবান গাছ ছিল। প্রতিবেশী স্যামি শিনওয়ে সন্তানসম মমতায় বড় করেছিলেন গাছগুলিকে। এক সকালে সোয়া একর জমিতে মাথা তুলে দাঁড়ানো গাছ সব মাটিতে। মর্মাহত স্যামি তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে প্রশাসনে নালিশ করেন। প্রতিটি গাছের দরুন ১ হাজার করে মোট ৩২ হাজার মার্কিন ডলার জরিমানা হয়। এক সঙ্গে সমপরিমাণ গাছ লাগাতেও নির্দেশ দেওয়া হয় ওই হ্যাবারকে। হ্যাবার একটি জঙ্গি দমনকারী সংস্থার মালিক। তাঁর দাবি গাছগুলো টার্ম জানলায় ঢুকে যাচ্ছিল। তিনি শিনওয়েকে বলেন গাছগুলির কথা। কিন্তু সে কিছুই করেনি। শিনওয়ে জানান তিনি গাছ গুলির ডাল ছাঁটার পরিকল্পনা করছিলেন. কিন্তু লোক পাননি। এখন ওই জমিতে পুরনো গাছের গোড়া তুলে জমি তৈরি করে নতুন গাছ লাগাতে হবে।