Venezuela Attacked: ভেনেজুয়েলায় অগোচরে স্ট্রাইক আমেরিকার, কী চাইছেন ট্রাম্প?
US Strikes Venezuela: ৩ জানুয়ারি কাকভোর থেকেই ভেনেজুয়েলার কারাকাসে হামলা। তবে কি ভেনেজুয়েলাতে পুরোদস্তুর মার্কিন হামলা শুরু হয়ে গেল? একটানা লাগাতার বোমাবর্ষণ রাজধানী কারাকাসে। রাজধানীর আকাশে ডজনখানেক মার্কিন সেনার হেলিকপ্টার-ও দেখা গিয়েছে।
ট্রাম্পের নিশানায় ভেনেজুয়েলা। কারাকাসে মাথার উপর দিয়ে উড়ছে বিমান, লাগাতার গোলাবর্ষণ হচ্ছে। শনিবার, ৩ জানুয়ারি কাকভোর থেকেই ভেনেজুয়েলার কারাকাসে হামলা। তবে কি ভেনেজুয়েলাতে পুরোদস্তুর মার্কিন হামলা শুরু হয়ে গেল? একটানা লাগাতার বোমাবর্ষণ রাজধানী কারাকাসে। রাজধানীর আকাশে ডজনখানেক মার্কিন সেনার হেলিকপ্টার-ও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, মার্কিন সেনার চিনুক হেলিকপ্টার, মার্কিন স্পেশ্যাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট বাহিনী ঢুকেছে ভেনেজুয়ালায়। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, রাত ২টো থেকে বোমা-গোলাবর্ষণ শুরু হয়েছে কারাকাসে। ভেনেজুয়েলার প্রধান মিলিটারি বেস, ফোর্ট টিউনা এবং লা কার্লোটার উপরেও সামরিক বিমান উড়তে দেখা গিয়েছে। রাজধানী কারাকাসের প্রতিরক্ষা মন্ত্রকেও বোমাবর্ষণ হয়েছে। একটানা এক ডজন বিস্ফোরণে কেঁপে উঠল কারাকাস।
ভেনেজুয়েলায় স্ট্রাইক আমেরিকার, কী চাইছেন ট্রাম্প?
গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন শুভেন্দুর বাবা, বললেন, 'ঠসঠস করে জল পড়ে...'
২ বছর পর আবার শিরোনামে সন্দেশখালি, পুলিশের সঙ্গে কী হল দেখুন
বাংলাদেশি মুস্তাফিজুরকে IPL থেকে বাদ, KKR-র সাড়ে ৯ কোটি টাকার কী হবে?
