Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttam Kumar: এটাই উত্তম বাবুর শিল্পী সংসদ — পোড়ো বাড়ি!

Uttam Kumar: এটাই উত্তম বাবুর শিল্পী সংসদ — পোড়ো বাড়ি!

আসাদ মল্লিক

|

Updated on: May 31, 2023 | 1:52 PM

Uttam Kumar: বিশ্বাস না হলেও সত্যি। এটাই উত্তম বাবুর শিল্পী সংসদ। পোড়ো বাড়ি। বাইরের বোর্ড ভেতরের লেটার বক্স জানান দেয় ঐতিহ্য ইতিহাস। এই মানুষটির জন্য টিকে রয়েছে, না হলে কবেই ধুলিসাৎ হয়ে যেত।

বিশ্বাস না হলেও সত্যি। এটাই উত্তম বাবুর শিল্পী সংসদ। পোড়ো বাড়ি। বাইরের বোর্ড ভেতরের লেটার বক্স জানান দেয় ঐতিহ্য ইতিহাস। এই মানুষটির জন্য টিকে রয়েছে, না হলে কবেই ধুলিসাৎ হয়ে যেত। সাধন বাগচি মহানায়কের একসময়ের ছায়াসঙ্গী। ছাড়তে পারেন না। এই বিপদজনক বাড়িতে এসে ভেঙে পড়া জানালার পাশে বসেন রিস্ক নিয়ে। কারণ স্মৃতি আর তাঁর গুরুর শিল্পী সেবার কাজ চালিয়ে যাওয়া। এখনও অনেক দুঃস্থ শিল্পীর সাহায্য যায় উত্তমবাবুর এই ভাঙা অফিস থেকেই। সাধন বাবু চান এই বাড়ি হেরিটেজ ঘোষণা করা হোক। সাধন বাগচি বলেন, ‘দাদার স্মৃতিধন্য এই বাড়ি আমার কাছে স্বর্গতুল্য। এই অবস্থা চোখে দেখা যায় না। এই শিল্পী সংসদের কাঠের সিড়ি ভেঙে পড়ছে। এইসব ছবি যাঁদের তাঁরা সবাই এসেছেন। আর সেই জায়গায় কী অবস্থা না দেখলে বিশ্বাস করবেন না।’