Vaastu Tips: বাসি বিছানায় শুয়ে! বাড়ছে বিপদ!
বাসি বিছানায় ঘটতে পারে বাস্তুদোষ। বিছানা সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা দরকার। সকালে বিছানা থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করুন। বদল করুন চাদর এবং বালিশের কভারও। রান্নাঘরে প্রবেশ করার সময় বাসি পোশাকে যাবেন না। বাসি পোশাক পরে রান্নাঘরে গেলে দেবী অন্নপূর্ণা খুব রেগে যান
বাড়ি তৈরির সময় মেনে চলুন বাস্তু নিয়ম। জীবনে সুখী হতে বাস্তু নিয়ম মেনে চলা উচিৎ। সামান্য ভুলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। অফিস থেকে এসে বা অনেক করার পরে,আমরা বিছানায় শুয়ে পড়ি। বিছানার ক্ষেত্রেও মানতে হয় বাস্তুনীতি। বাসি বিছানায় ঘটতে পারে বাস্তুদোষ। বিছানা সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা দরকার। সকালে বিছানা থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করুন। বদল করুন চাদর এবং বালিশের কভারও। রান্নাঘরে প্রবেশ করার সময় বাসি পোশাকে যাবেন না। বাসি পোশাক পরে রান্নাঘরে গেলে দেবী অন্নপূর্ণা খুব রেগে যান। সকালবেলাতে বিছানা পরিষ্কার করে ঠাকুরঘরে গিয়ে পুজো করুন। ঘরে জ্বালান সুগন্ধী ধূপ। সেই সুগন্ধী ধূপের গন্ধে আপনার মন ভাল থাকবে। বাসি বিছানা পরিষ্কার না করলে সংসারে ঝামেলা হতে পারে।
Latest Videos