Vastu Shashtra: উত্তর-পূর্ব দিকে হলুদ রং ব্যবহার করা হলে তা সুখ,সমৃদ্ধি ও মানসিক শান্তি নিয়ে আসে...

Vastu Shashtra: উত্তর-পূর্ব দিকে হলুদ রং ব্যবহার করা হলে তা সুখ,সমৃদ্ধি ও মানসিক শান্তি নিয়ে আসে…

আসাদ মল্লিক

|

Updated on: May 14, 2023 | 6:47 PM

Vastu Shashtra: অনেকেই জানেন না যে রঙ করার সময় বাস্তু নিয়মগুলিও মাথায় রাখা উচিত। অনেকেই বাড়িতে হলুদ রং ব্যবহার করা খুবই শুভ মনে করেন। বাস্তু নিয়ম অনুযায়ী, বাড়ির কোন দিকে হলুদ রঙ করলে ভাগ্য় আপনার সহায় থাকবে, তা জেনে নিন।

অনেকেই জানেন না যে রঙ করার সময় বাস্তু নিয়মগুলিও মাথায় রাখা উচিত। অনেকেই বাড়িতে হলুদ রং ব্যবহার করা খুবই শুভ মনে করেন। বাস্তু নিয়ম অনুযায়ী, বাড়ির কোন দিকে হলুদ রঙ করলে ভাগ্য় আপনার সহায় থাকবে, তা জেনে নিন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দেওয়ালে হলুদ রঙ ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যেন খুব বেশি গাঢ় হলুদ রং ব্যবহার করা উচিত নয়। ডাবল টোন রঙ করার চেষ্টা করুন। প্রতিটি রঙের নিজস্ব দিক ও অধিকার রয়েছে। হলুদ রঙের অধিপতি বৃহস্পতি। এই রঙ জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। হলুদ রঙের সর্বোচ্চ সুবিধা পেতে উত্তর-পূর্ব দিকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। উত্তর-পূর্ব দিকে হলুদ রং ব্যবহার করা হলে তা সুখ,সমৃদ্ধি ও মানসিক শান্তি বয়ে নিয়ে আসে। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে হলুদ রঙ ব্যবহার করলে যে কোনও সময় আপনার ক্ষতি হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে অগ্নিকোণে হলুদ বর্ণ ধারণ করলে ক্ষতির হয়। দক্ষিণ-পূর্ব দিকে হলুদ রং করলে মাতৃস্থানীয় কোনও মহিলার স্বাস্থ্যের ক্ষতি হয়।