অবিলম্বে আমিষ ফেরান..., তীব্র নিন্দা কুণাল ঘোষের
Image Credit source: TV9 Bangla

‘অবিলম্বে আমিষ ফেরান…’, তীব্র নিন্দা কুণাল ঘোষের

Jan 24, 2026 | 10:44 PM

হাওড়া থেকে যে বন্দে ভারত স্লিপার ট্রেন অসমের উদ্দেশে রওনা হচ্ছে, সেই ট্রেনে শুধুমাত্র নিরামিষ থালি দেওয়া হচ্ছে যাত্রীদের। এই ইস্যুতেই তৃণমূল-বিজেপি চাপান-উতোর শুরু হয়েছে। তবে যাত্রীরা অনেকেই পরিষেবায় খুশি, তাঁদের কাছে আমিষ বা নিরামিষটা কোনও ইস্যু নয়। তাঁদের বক্তব্য, খাবার ভাল হলেই হল।

“হতে পারে কেউ নিরামিষাশী, হতে পারে কেউ আমিষ খেলেও বিশেষ বিশেষ দিনে নিরামিষ খান। কিন্তু জোর করে নিরামিষ খাইয়ে বাঙালির খাদ্যাভ্যাসের উপর সরাসরি আঘাত করা হচ্ছে।” বন্দে ভারতের খাবার বিতর্কে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

হাওড়া থেকে যে বন্দে ভারত স্লিপার ট্রেন অসমের উদ্দেশে রওনা হচ্ছে, সেই ট্রেনে শুধুমাত্র নিরামিষ থালি দেওয়া হচ্ছে যাত্রীদের। এই ইস্যুতেই তৃণমূল-বিজেপি চাপান-উতোর শুরু হয়েছে। তবে যাত্রীরা অনেকেই পরিষেবায় খুশি, তাঁদের কাছে আমিষ বা নিরামিষটা কোনও ইস্যু নয়। তাঁদের বক্তব্য, খাবার ভাল হলেই হল।

Published on: Jan 24, 2026 10:44 PM