Vegetable Price Hike: পুজোর আগে বাড়বে সবজির দাম?

Vegetable Price Hike: পুজোর আগে বাড়বে সবজির দাম?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 26, 2023 | 4:39 PM

নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে ফসলের গোড়ায় জল জমে পচন শুরু হয়েছে। পুজোয় বাজার অগ্নিমূল্য হওয়ার আশঙ্কা। বসিরহাট বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট ১ ও ২, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ সহ ১০টি ব্লকে কয়েক হাজার হেক্টর জমিতে লাগাতার বৃষ্টির ফলে ফসলের গোড়ায় জল দাঁড়িয়েছে, যার ফলে পচন শুরু হয়েছে।

নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে ফসলের গোড়ায় জল জমে পচন শুরু হয়েছে। পুজোয় বাজার অগ্নিমূল্য হওয়ার আশঙ্কা। বসিরহাট বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট ১ ও ২, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ সহ ১০টি ব্লকে কয়েক হাজার হেক্টর জমিতে লাগাতার বৃষ্টির ফলে ফসলের গোড়ায় জল দাঁড়িয়েছে, যার ফলে পচন শুরু হয়েছে। কাঁচা লঙ্কা, ওল, বাঁধাকপি, বরবটি, কাকরোল, গাজর, বাঁধাকপি, বিট এগুলির আকাশছোঁয়া বাজারদর সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

গত তিনদিন আগে পেঁপের দাম ছিল কেজিপ্রতি ২০ টাকা, এখন ৩০ টাকা। কাঁচালঙ্কা কেজিপ্রতি ৫০ টাকা ছিল সেটা হয়েছে ১০০ টাকা। উচ্ছে বেগুন, বিট, গাজর ,বরবটি যা এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। তার ওপরে লাগাতার বৃষ্টির জেরে ফসলের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়ে পচন শুরু হয়েছে। এর ওপরে সূর্যের আলো উঠতেই ক্ষতির আশঙ্কা দ্বিগুণ হচ্ছে। সামনে মহাপুজো, তার আগেই অগ্নিমূল্য হচ্ছে বাজার। উৎপাত বেড়েছে ফড়ে ও দালালদের।

কৃষক সুভাষচন্দ্র বিশ্বাস বলেন, লঙ্কার ফলন কমেছে, তার উপর এই বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে লঙ্কা চাষ। পাশাপাশি বেগুন পচন ধরতে শুরু করেছে। বসিরহাট মেরুদন্ডী গ্রামের লঙ্কা রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। তার ওপরেও কোপ পড়েছে। পাশাপাশি সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান বেবি ঘোষ বলেন,” রাজ্য সরকার তথা প্রশাসন চাষীদের পাশে আছেন। কৃষকরা নির্দিষ্ট ক্ষতিপূরণের প্রমাণ নিয়ে আবেদন জানালেই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষি বীমা যাদের রয়েছে তারা এমনিতেই ক্ষতিপূরণ পাবেন।” সামনে দুর্গাপুজো, খুশির আমেজের মধ্যেই ফসলের ও সবজির বাজার দর অগ্নিমূল্য হওয়ায় কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের চিন্তা বাড়ছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।b