Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Space Unknown Facts: মহাকাশে সবজি ফলাল চিনারা

Space Unknown Facts: মহাকাশে সবজি ফলাল চিনারা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 25, 2023 | 2:06 PM

মহাকাশে বিশাল সাফল্য পেল চিনা মহাকাশচারীরা। চিনা স্পেস স্টেশনে মহাকাশচারীরা ফলিয়েছেন লেটুস ও টমেটো। ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে বেরিয়ে তিয়াংগং স্পেস স্টেশন তৈরি করে চিন। সেই মহাকাশ কেন্দ্রেই এল এই সাফল্য।

মহাকাশে বিশাল সাফল্য পেল চিনা মহাকাশচারীরা। চিনা স্পেস স্টেশনে মহাকাশচারীরা ফলিয়েছেন লেটুস ও টমেটো। ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে বেরিয়ে তিয়াংগং স্পেস স্টেশন তৈরি করে চিন। সেই মহাকাশ কেন্দ্রেই এল এই সাফল্য। ২০২১ থেকে তিয়াংগং স্পেস স্টেশনে শুরু হয় পঞ্চম মানব মিশন। শেনঝউ ১৬ মিশনে দীর্ঘদিন ধরে মহাকাশচারীরা চেষ্টা চালিয়ে ফলালেন এই সবজি।

শেনঝউ ১৬ মিশনের মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে এসেছেন। এই মিশনের সবচেয়ে বড় সাফল্য সিএনএসএ তিয়াংগং স্পেস স্টেশনে সবজি চাষ। চাষ করার তালিকায় ছিল সবুজ পেঁয়াজ, লেটুস ও চেরি টমেটো। চিনা গবেষক ইয়াং রেঞ্জ বিভিন্ন সবজি ফলানোর দিকে নজর দেন। জুনে ৪ ব্যাগ লেটুস চাষ করেন গুই হাইচাও ও ঝু ইয়াংঝো। অগাস্টে ফলানো হয় সবুজ পেঁয়াজ ও চেরি টমেটো। মহাকাশ গবেষণা কেন্দ্রে নভোশ্চররা ওই সবজি খেয়েছেন। ২০৩০এ চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য চিনের।