Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2024: উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও

Durga Puja 2024: উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Oct 09, 2024 | 3:29 PM

সেতুর সামগ্রিক দাবি বিদেশের বাঙালিদের মধ্যে এনেছে দ্রোহের সংহতি। সেতুর তরফ থেকে একটি পোস্টারের ডিজিটাল কপি শেয়ার করা হয়েছে যা নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন শহরে। শেয়ার হয়েছে অস্ট্রেলিয়া, কলম্বিয়া আর কানাডায় পুজো মণ্ডপেও

নিউ ইয়র্ক: উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও। এই প্রতিবাদ চলবে পুরো অক্টোবর জুড়ে। অক্টোবরের প্রথম সপ্তাহে ২৫টি পুজো, সঙ্গে প্রতিবাদ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ৫৫-৬০টি পুজো, সঙ্গে প্রতিবাদ। এমনকি অক্টোবরের তৃতীয় সপ্তাহের পুজোগুলিও চলতে থাকবে প্রতিবাদ। পুরোটাই সেতু দ্য ব্রিজের উদ্যোগে। সেতুর সামগ্রিক দাবি বিদেশের বাঙালিদের মধ্যে এনেছে দ্রোহের সংহতি। সেতুর তরফ থেকে একটি পোস্টারের ডিজিটাল কপি শেয়ার করা হয়েছে যা নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন শহরে। শেয়ার হয়েছে অস্ট্রেলিয়া, কলম্বিয়া আর কানাডায় পুজো মণ্ডপেও।

ইতিমধ্যেই বাঙালির প্রিয় দুর্গাপুজা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। তারই ধারাবাহিকতায় প্রবাসী বাঙালি হিন্দুদের ইতিহাসে এই প্রথম দূর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে। “টাইমস স্কোয়ার দুর্গাপুজা ২০২৪” নামেই উদযাপিত হচ্ছে এই দূর্গাপুজো উদযাপিত হচ্ছে ।