AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DeepSeek R1 AI: ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!

DeepSeek R1 AI: ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 28, 2025 | 8:26 PM

DeepSeek, Chinese Artificial Intellegence: তবে কি AI-এর যুদ্ধে জিতে যাচ্ছে চিন? এক কথায় বললে বলা যায়, এখনই এর উত্তর দেওয়া মুশকিল। যদিও টেক অ্যানালিস্টরা বলছেন ডিপসিক R1 চ্যাট জিপিটির মতো একই লেভেলের পারফর্ম করছে।

সিলিকন ভ্যালি ও আমেরিকার সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি যে দৃষ্টিভঙ্গি, তার অস্তিত্বগত প্রশ্ন তুলে দিয়েছে ডিপসিকের এই এআই মডেলের উত্থান এবং তার সাফল্য।

জানা যাচ্ছে, এত কম সময়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলার পরও নাকি ডিপসিকের এই এআই মডেল বাণিজ্যিকীকরণ করার কোনও পরিকল্পনা নেই। পরিবর্তে তারা শুধুই রিসার্চে ফোকাস করতে চায়।

তবে কি AI-এর যুদ্ধে জিতে যাচ্ছে চিন? এক কথায় বললে বলা যায়, এখনই এর উত্তর দেওয়া মুশকিল। যদিও টেক অ্যানালিস্টরা বলছেন ডিপসিক R1 চ্যাট জিপিটির মতো একই লেভেলের পারফর্ম করছে।