চমকের পর চমক! দেখুন অভিষেকের মেগা-র্যালির সেই মঞ্চ
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে যে আয়োজন হয়েছে, তা শেষবার দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূলের জনসভায়। সেই সভায় রাখা হয়েছিল একটা লম্বা র্যাম্প। সেই একে একে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল, আর ওই র্যাম্প ধরে হেঁটেছিলেন সেই প্রার্থীরা।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে যে আয়োজন হয়েছে, তা শেষবার দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূলের জনসভায়। সেই সভায় রাখা হয়েছিল একটা লম্বা র্যাম্প। সেই একে একে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল, আর ওই র্যাম্প ধরে হেঁটেছিলেন সেই প্রার্থীরা। সেই ধাঁচেই করা হয়েছে অভিষেকের সভার এই মঞ্চ। শুধু মঞ্চেই চমক নয়, থাকছে বিরাট এলইডি স্ক্রিন। সেখানেই অভিষেকের বক্তব্য শুনতে পারবেন উপস্থিত মানুষজন। বারুইপুর থেকে যে জেলা সফর শুরু করছেন অভিষেক।

