AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ৯ ফুটের সাপ, হাতে ধরে তুলতেই ঘটে গেল অদ্ভুত ঘটনা!

Viral Video: ৯ ফুটের সাপ, হাতে ধরে তুলতেই ঘটে গেল অদ্ভুত ঘটনা!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 12, 2023 | 6:16 PM

Share

রেপটাইল জু চালান জে ব্রিউয়ার। তাঁর নিজের সেই চিড়িয়াখানা কিছু ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। হাতে তুলে নিলেন ৯ ফুটের সাপ। এর পরেই যা ঘটল।

জুকিপার জে ব্রিউয়ার সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। রেপটাইল জু চালান তিনি। সরীসৃপদের চিড়িয়াখানার নানাবিধ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বিভিন্ন প্রজাতির সাপ,কুমির-সহ আরও নানাবিধ সরীসৃপের সঙ্গে তাঁর ইন্টার‌্যাকশন অনেকেরই নজর কাড়ে। তবে এবার একটা সাপ জে ব্রিউয়ারকে একপ্রকার ঘোল খাইয়ে ছাড়ল। ৯ ফুটের সেই বিশাল র‌্যাট স্নেক নিয়ে নাজেহাল দশা জুকিপারের। হাড়হিম করা ভিডিয়োতে দেখা গেল,সাপটি জে-কে কামড়ানোর চেষ্টা করছে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে জে ব্রিউয়ার লিখছেন,’এই ধরনের সাপ আমি আগে কখনও দেখিনি। ওর পাশে যেতেই আমার কীরকম যেন একটা লাগছিল। এটি বিশ্বের অন্যকম বৃহত্তম র‌্যাট স্নেক,যা ৯ ফুট লম্বা। এদের বলা হয় কিলড র‌্যাট স্নেক। বিষ মুক্ত করার জন্য আপনাকে চিবিয়ে খাবে এরা। কিন্তু ভাল খবরটা হল,বেশিরভাগ রিয়ার ফ্যাঙযুক্ত সাপগুলির বিষ খুবই হাল্কা হয়। আমি ভেবেছিলাম,ওদের খুঁজে বের করব। এদের মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। গাছ এবং জলের মধ্যও চলাফেরা করতে পারে এরা’। কয়েক দিন আগেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। ৮.৭ লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। ৪০,০০০ এরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। ভারতীয় একজনের কমেন্ট,’আপনি খুব সাহসী,ভারত থেকে আপনার জন্য ভালবাসা’।