AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?

Share Market News: ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 27, 2025 | 8:17 PM

Share

Stock Market: একাধিক বড় বড় সংস্থা আজ তাদের ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এমআরএফ ও সাইয়েন্ট উল্লেখযোগ্য।

দালাল স্ট্রিটে হাহাকার। একাধিক বড় বড় সংস্থা আজ তাদের ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এমআরএফ ও সাইয়েন্ট উল্লেখযোগ্য।

নিফটি ৫০ পড়েছে ২৬৩.০৫ পয়েন্ট। যদিও এই পতনের মধ্যেও বেড়েছে অনেক শেয়ারের দাম। সর্বোচ্চ ৯ শতাংশ বেড়েছে বঙ্কা বায়ো লুর শেয়ারের দাম। টারম্যাট লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি। এ ছাড়াও দাম বেড়েছে আরপিজি লাইফ সাইন্সেস, নাকোদা গ্রুপ, বোম্বে সুপার হাইব্রিড সিডসের শেয়ারের দাম।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।