Vidya Balan: কটাক্ষ, মায়ের ওপরে রাগ, বিদ্যা বালনের
বরাবর বডি শেমিং-এর শিকার বিদ্যা বালন। স্থূলতার জন্য আশৈশব তাঁকে সইতে হয়েছে কটাক্ষ। অনেকেই বলেছেন তাঁর ফিগার নাকি নায়িকা সুলভ নয়। ছোট বয়সে নিজেও ভাবতেন কেন তাঁকে এমন দেখতে। পরবর্তীকালে এই কটাক্ষ কাটিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেন বিদ্যা। স্থির করেন শরীরের গুণে নয়, অভিনয়ের দক্ষতাতেই স্থান করে নেবেন ছবিতে।
বরাবর বডি শেমিং-এর শিকার বিদ্যা বালন। স্থূলতার জন্য আশৈশব তাঁকে সইতে হয়েছে কটাক্ষ। অনেকেই বলেছেন তাঁর ফিগার নাকি নায়িকা সুলভ নয়। ছোট বয়সে নিজেও ভাবতেন কেন তাঁকে এমন দেখতে। পরবর্তীকালে এই কটাক্ষ কাটিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেন বিদ্যা। স্থির করেন শরীরের গুণে নয়, অভিনয়ের দক্ষতাতেই স্থান করে নেবেন ছবিতে।
বিদ্যা বলেন, ‘ফিগার যেমনই হোক সুস্থ থাকাটা জরুরি’। তবে একসময় তা নিজে বুঝতে পারতেন না। তিনিও চাইতেন অন্যদের মত স্লিম হতে, বার্বি পুতুলের মতো লুক পেতে। বিদ্যার মা তাঁকে বেঁধে রেখেছিলেন কড়া অনুশাসন ও ডায়েটে। তখন রেগে যেতেন বিদ্যা। পরবর্তীকালে বুঝতে পারেন তাঁর মা তাঁকে নিয়ে চিন্তিত থাকতেন। বিদ্যার মা কেও মেয়ের ফিগারের জন্য কটাক্ষ শুনতে হত। তাই এমন কঠিন রেজিমে বেঁধে ফেলেছিলেন মেয়েকে। ফিগারের জোরে নয়, কোনও নায়কের কাঁধে ভর দিয়ে নয়, নিজের অভিনয় দক্ষতাতেই বিদ্যা বালান এখন সুপারস্টার। সম্প্রতি এসব নিয়ে মুখ খোলেন অভিনেত্রী বিদ্যা। অতীতের সেই উৎকণ্ঠা ঝেড়ে ফেলে আজ তিনি বলিউডের সফল অভিনেত্রী। স্লিম টল ফিগার ছাড়াই যে বলিউডে দাপট দেখানো যায় তা প্রমাণ করেছেন বিদ্যা।