Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Ramcharan: আরআরআর ছবির দুই স্টারকে নিয়ে জোর জল্পনা, কিন্তু কেন?

Virat Ramcharan: আরআরআর ছবির দুই স্টারকে নিয়ে জোর জল্পনা, কিন্তু কেন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 18, 2023 | 9:18 PM

ভারতে অস্কার এনে দেশকে গর্বিত করেছে টিম আরআরআর। সেই ছবির গান নিয়ে চারদিকে হৈ হৈ কাণ্ড। সেই ছবির দুই স্টারকে নিয়ে এখন জোর জল্পনা।

সম্প্রতি ভারতে অস্কার এনে দেশকে গর্বিত করেছে টিম আরআরআর। রাজামৌলী পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’ জিতে নিয়েছে সেরা গানের খেতাব। সেই ছবির দুই স্টারকে নিয়ে এখন জোর জল্পনা। রাম চরণ ও জুনিয়ার এন্টিআর-এর এই গান বিশ্বজুড়ে ঝড় তুলেছে। লাইম লাইটে থাকা রাম চরণ এক সাক্ষাৎকারে জানান তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন খেলা নিয়ে তৈরি কোনও চিত্রনাট্যে কাজ করা । খেলাধুলো তাঁর পছন্দের বিষয় । এরপর এক সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে বিরাট কোহলির বায়োপিক নিয়ে। রাম চরণ এক মুখ হাসি নিয়ে জানান, তিনি ভীষণ খুশি হবেন এই চরিত্রে অভিনয় করতে পারলে। বিরাট কোহলি মানেই অনুপ্রেরণা। এমনকি তাঁদের একই রকম দেখতেও। যদিও সিনেপাড়ায় এখনই বিরাটের বায়োপিক নিয়ে তেমন কোনও জল্পনা নেই। তবে রাম চরণের মনের এই ইচ্ছেকে কেন্দ্র করে তৎপর হতেই পারেন পরিচালকেরা। এখন হাতে থাকা বেশ কিছু প্রজেক্টে ফিরছেন রাম চরণ ।