Viral Video: ভাইরাল উটপাখির ভিডিয়ো
সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যেখানে একটি লোক চিড়িয়াখানায় পাখিদের খাওয়াতে গিয়েছিল। তারপর এমন কাজ করল,যা দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।
সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি লোক চিড়িয়াখানায় পাখিদের খাওয়াতে গিয়েছিল।তারপর এমন কাজ করল, যা দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি চিড়িয়াখানায় পাখিদের খাওয়াতে এসেছেন। তাঁর হাতে পাখিদের খাওয়ানোর জন্য বীজ আছে এবং তিনি গাড়িতে বসে আছেন।তাঁর গাড়ির জানলা খোলা। এদিকে কিছু উটপাখি খাবার দেখে লোভ সামলাতে পারল না। সোজা গাড়ির জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দিল। গাড়ির ভেতরে মুখ ঢুকিয়ে খাওয়া শুরু করল। ব্যক্তিটি সম্ভবত একটি ভিডিয়ো করতে চেয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি,তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে। এই সজার ভিডিয়োটি #FailArmy নামে এক ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। পোস্ট করার পর থেকেই অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ১৮ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন।
Latest Videos