AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIRAL: ৪ বছর ধরে ভাঁড়ে জমিয়েছেন টাকা, খুচরো গুনতে গুনতে ক্লান্ত শোরুমের কর্মীরা

VIRAL: ৪ বছর ধরে ভাঁড়ে জমিয়েছেন টাকা, খুচরো গুনতে গুনতে ক্লান্ত শোরুমের কর্মীরা

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 09, 2025 | 3:28 PM

Share

Viral Story: মেয়ের দীর্ঘদিনের ইচ্ছা একটি স্কুটি কেনার। তবে আর্থিক অভাবে সে ইচ্ছা পূরণ করতে পারছিলেন না তিনি। তাই নিজের সামর্থ্যের ভরসায়, লক্ষ্মীর ভাঁড় ব্যবহার করে জমাতে শুরু করেন খুচরো টাকা। দীর্ঘ চার বছরে সেই ভাঁড়েই জমে যায় ৬৯ হাজার টাকা খুচরো এবং কিছু নগদ নোট।

মেয়ের মুখে হাসি ফোটাতেই চার বছর ধরে চা বিক্রির আয় থেকে তিল তিল করে খুচরো পয়সা জমিয়েছেন বাবা। অবশেষে সেই খুচরো টাকা নিয়ে মোটরবাইকের শোরুমে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী। মেয়ের দীর্ঘদিনের ইচ্ছা একটি স্কুটি কেনার। তবে আর্থিক অভাবে সে ইচ্ছা পূরণ করতে পারছিলেন না তিনি। তাই নিজের সামর্থ্যের ভরসায়, লক্ষ্মীর ভাঁড় ব্যবহার করে জমাতে শুরু করেন খুচরো টাকা। দীর্ঘ চার বছরে সেই ভাঁড়েই জমে যায় ৬৯ হাজার টাকা খুচরো এবং কিছু নগদ নোট। সম্প্রতি চন্দ্রকোনা টাউন-এর গোঁসাই বাজার এলাকার একটি মোটরবাইক শোরুমে পৌঁছে মেয়ের পছন্দের স্কুটি নির্বাচন করেন তিনি। দাম ঠিক হওয়ার পর যখন তিনি খুচরো টাকা দেবেন বলে জানান, প্রথমে শোরুম কর্মীরা যদিও ভাবতে পারেননি যে এত বিপুল পরিমাণ খুচরো থাকতে পারে। পরক্ষণেই ড্রামভর্তি খুচরো দেখে মুহূর্তেই হতভম্ব হয়ে যান সকলে। শোরুমের আটজন কর্মী প্রায় দুই ঘণ্টা ধরে সেই খুচরো টাকা গুনে দেখেন মোট টাকার অঙ্ক দাঁড়িয়েছে ৬৯ হাজার টাকা। এরপর বাকিটুকু কিছু নোট যোগ করেই স্কুটির দাম পরিশোধ করেন বাচ্চুবাবু।

Published on: Nov 09, 2025 03:27 PM