Viral Video On Lion: সিংহের সঙ্গে খুনসুটির ভয়ঙ্কর পরিণতি

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Mar 08, 2023 | 11:32 PM

Jamaica Viral Video: জামাইকার সান্তা ক্রুজে অবস্থিত একটি চিড়িয়াখানার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। একজন সিংহের খাঁচায় আঙুল ঢুকিয়ে সিংহটিকে উত্যক্ত করতে থাকে।

জামাইকার সান্তা ক্রুজে অবস্থিত একটি চিড়িয়াখানার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। একজন সিংহের খাঁচায় আঙুল ঢুকিয়ে সিংহটিকে উত্যক্ত করতে থাকে। হাতে তালি দিয়ে রাগাতে থাকে পশুরাজকে। সিংহটি গর্জন করে সাবধান করতে থাকে। কিন্তু সেসব উপেক্ষা করেই সিংহটিকে উত্যক্ত করতে থাকেন ওই ব্যক্তি। ফলে কিছুক্ষণেই রেগে যায় বনের রাজা। ঠিক সেই সময়ে ওই ব্যক্তির হাত খাঁচায় আটকে যায়। তারপরেই সিংহটি তার দুই চোয়ালের মধ্যে কামড়ে ধরে ওই ব্যক্তির আঙুল। তখন বহু চেষ্টা করেও ওই ব্যক্তি আর খাঁচা থেকে বার করতে পারেননি তাঁর হাত। অনেক চেষ্টা করেও আঙুল ছাড়িয়ে নিতে পারেননি ওই যুবক। তাঁর আঙুল কেটে খাঁচাতেই পড়ে যায়। আর খাঁচার বাইরে ছিটকে পড়েন সেই ব্য়ক্তি।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla