Virendra Sehwag News: ফর্ম নিয়ে ছেলের প্রশ্নের মুখেও পড়েছিলেন বীরু, অভিমান ভাঙাতে সেঞ্চুরি উপহার
২০১৪ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে কিংস ইলেভেন পঞ্জাবে এসেছিলেন সেওয়াগ। তিনি রান পাচ্ছেন না বলে তাঁর ৬ বছরের ছেলে আর্যবীরকে স্কুলে তার বন্ধুরাও প্রশ্ন করত। সেটা খুদে আর্যবীরকে কষ্ট দিয়েছিল
টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ শুধু জাতীয় দলের হয়ে নয়,আইপিএলের মঞ্চেও ব্যাট হাতে ভেল্কি দেখাতেন। তাঁর সামনে দাঁড়াতে একাধিক বোলার ভয় পেতেন। সেই বীরু একটা সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং রান পাচ্ছিলেন না। সেই সময় তাঁর ছেলেকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। ২০১৪ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে কিংস ইলেভেন পঞ্জাবে এসেছিলেন সেওয়াগ। তিনি রান পাচ্ছেন না বলে তাঁর ৬ বছরের ছেলে আর্যবীরকে স্কুলে তার বন্ধুরাও প্রশ্ন করত। সেটা খুদে আর্যবীরকে কষ্ট দিয়েছিল। একদিন সেওয়াগের স্ত্রী যখন তাঁকে ফোন করেন, তখন তাঁর ছেলে প্রশ্ন করে,যে বাবা কবে রান করবে? এক সাক্ষাৎকারে সেওয়াগ বলেন,’সে বার আইপিএল চলাকালীন একদিন আমাকে আমার স্ত্রী ফোন করে। তখন আর্যবীর আমার সঙ্গে কথা বলে। ও জিজ্ঞাসা করে,বাবা তুমি বার বার তাড়াতাড়ি কেন আউট হয়ে যাচ্ছো?। স্কুলে আমার বন্ধুরা বার বার বলছে যে আমার বাবা রান করতে পারছে না। তখন আমি ওকে বলেছিলাম, এখনও কয়েকটা ম্যাচ বাকি আছে। চিন্তা করো না, আমি বড় রান করব’। বীরেন্দ্র সেওয়াগ ২০১৪ সালের আইপিএলে প্লে অফে সেঞ্চুরি করেছিলেন। সে বার তিনি কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে শতরান করেছিলেন। ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সেওয়াগ।