Vivek Ramaswamy: আয়ার বেতন ৮০ লাখ!
আয়ার বেতন ৮০ লাখ! আয়া খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী। এই ধনকুবের নেতা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আয়া খোঁজার জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
আয়ার বেতন ৮০ লাখ! আয়া খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী। এই ধনকুবের নেতা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আয়া খোঁজার জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় ন্যানির বেতন ৮০ লক্ষ টাকা। সপ্তাহে ৮৪ থেকে ৯৬ ঘণ্টা কাজ করতে হবে আয়াকে।
২টি শিশুর খেলাধুলা, নিরাপত্তা ও যত্নের দায়িত্ব নিতে হবে। তাদের বৃদ্ধি ও বিকাশের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে আয়াকে। গৃহস্থালির কাজ, রান্নার কাজ ও আয়ার কাজ করতে হবে। নিতে হবে নিরাপত্তার দায়িত্বও। তাঁকে বাড়ির অন্য কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে।
২৬ সপ্তাহ কাজ করে ওই আয়া পাবেন এক লক্ষ মার্কিন ডলার। এই সমস্ত তথ্য জানা গেছে রিক্রুটমেন্ট স্টাফিং ওয়েবসাইট থেকে। যদিও বিবেক রামাস্বামী ও তাঁর স্ত্রী অপূর্ব টি রামাস্বামী এই বিষয়ে কিছু জানাননি। বিজ্ঞাপনে নেই তাঁদের নামও।